ভারতের ক্রেডিট লাইনের আওতায় আমদানি করা আরো ৪০ হাজার মেট্রিক টন চাল আজ সোমবার শ্রীলংকায় পৌঁছানোর কথা রয়েছে। চালের স্টকটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে সাথোসা আউটলেটের মাধ্যমে বিক্রি করা হবে। কিন্তু, মিয়ানমার ও ভারত থেকে চাল এলেও তা কোথায়, প্রশ্ন করেছেন এক মানবাধিকার কর্মী। সরকারকে উদ্দেশ করেই এ প্রশ্ন তার। খবর নিউজ ফার্স্ট।
শ্রীলংকার অনলাইন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ক্রেডিট লাইনের মাধ্যমে আমদানি করা আরো ৪০ হাজার মেট্রিক টন চাল আজ সোমবার শ্রীলংকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জাানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ভদ্রানি জয়াবর্ধনে। তিনি এও বলেছেন, চাল পৌঁছালে সাথোসা আউটলেটের মাধ্যমে বিক্রি শুরু হবে। প্রতি কেজি নাড়ু এবং কেকুলু চাল বিক্রি হবে ১১০ রুপিতে (শ্রীলংকান)। প্রতি কেজি সাম্বা চাল ১৩০ রুপিতে বিক্রি হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ভদ্রানি জয়াবর্ধনে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিকারক সমিতি জানিয়েছে, নববর্ষের মৌসুমে জনগণের প্রয়োজনীয় সব নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। তবে, দুধের গুঁড়োয় সামান্য ঘাটতি হতে পারে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইমপোর্টার্স অব অ্যাসেনসিয়াল কমোডিটিজের মুখপাত্র নিহাল সেনেভিরত্নে। ধীরে ধীরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে বলেও জানান তিনি।
এদিকে, রোববার এক সংবাদ সম্মেলনে ভারত ও মিয়ামনার থেকে আসা চাল কোথায়, প্রশ্ন করেন ফাউন্ডেশন ফর দ্য প্রোটেকশন অব পাবলিক রাইটসের চেয়ারম্যান আসেলা সম্পাথ। দুই দেশ থেকে চাল যদি আমদানি করা হয়েই থাকে, তাহলে লোকেরা কেন লাইন দাঁড়িয়ে, সে প্রশ্নও করেন তিনি।
মানবাধিকারকর্মী আসেলা সম্পাথ প্রশ্ন করেন, ভারত থেকে চাল এলে সাথোসার দোকানে লাইনে দাঁড়াতে হবে না। কিন্তু সেই ৪০ হাজার মেট্রিক টন চাল কোথায়? মিয়ানমার থেকে চাল কোথায় আমদানি করা হয়েছে?
সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৯৫০ রুপিতে নিত্যপ্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে একটি প্রোগ্রাম চালু করা হয়েছে। তা সত্ত্বেও লোকেরা খাবারের প্যাকেট কিনতে পারছে না। এখন যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে, সাথোসা ফুড প্যাক ক্রয়ে সক্ষম এমন লোকেদের জন্য কোনো প্রোগ্রাম সরকার চালু করছে কিনা, সে প্রশ্নও করেন তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়