রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা পরিদর্শনে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। বুধবার (১৭ মার্চ) প্রতিনিধি দলটি ভাসানচর এসে পৌঁছায়। ১৮ সদস্যের এই প্রতিনিধি দলে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে যুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।
ভাসানচরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ভাসানচরে পৌঁছে প্রতিনিধি দল ক্লাস্টারের (গুচ্ছ গ্রাম) ফোকাল মাঝিদের সঙ্গে পরিচিতি সভা করেন। এর পর বিভিন্ন ক্লাস্টার পরিদর্শন করেন। প্রতিনিধি দল তিন দিন ভাসানচরে অবস্থান করবেন। শনিবার সকাল ১০ টায় তাদের ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে।
জানা যাায়, ভাসানচর অবস্থানকালে তারা রোহিঙ্গাদের প্রয়োজনীয় বিষয়ে খোজঁ নেবেন। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল ডোবেয়ার নেতৃত্বে ৬ সদস্যসহ ১৮ জনের প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করে। এসময় তারা ভাসানচরের রোহিঙ্গাদের জন্য তৈরি ক্লাস্টার, আশ্রয় কেন্দ্রসহ বিভিন্নস্থান পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। সফরকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সব ক্লাস্টারের ফোকাল মাঝিদের নিয়ে ওআইসি প্রতিনিধিদল সম্মেলন করেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়