ভিনিসিয়ুস, নাকি রদ্রি—ব্যালন ডি’অর আজ কার হাতে উঠবে

থিয়েটার দু সাতেলে—প্যারিসের বিখ্যাত থিয়েটার হল বা অপেরা হাউস এটা। কত হাসি আর কান্নার গল্প যুগের পর যুগ এখানে উপস্থাপিত হয়ে এসেছে। একেকটি থিয়েটার বা অপেরা সন্ধ্যায় শিল্প আর সংস্কৃতি অঙ্গনের মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে থিয়েটার দু সাতেলের প্রাঙ্গণ। প্যারিসের স্থানীয় সময় আজকের সন্ধ্যায়ও থিয়েটার দু সাতেলের প্রাঙ্গণ মুখরিত হবে। আজকের সন্ধ্যাটা অবশ্য ফুটবল দুনিয়ার মানুষের জন্য। আজ যে এখানেই ঘোষণা করা হবে এ বছরের ব্যালন ডি’অর জয়ীর নাম।

আজকের মুখরিত সন্ধ্যায় ব্যালন ডি’অর নামের যে ‘অপেরা’ মঞ্চস্থ হবে থিয়েটার দো সাতেলেতে, সেখানে হাসি ফুটবে কার মুখে? এ অপেরায় যিনি বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতবেন, তিনিই নায়ক; হাসি তো তাঁর মুখেই ফুটবে। কে হবেন সেই নায়ক—ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি? প্রতিবছর পুরস্কারটি যারা দেয়, সেই ফ্রাঞ্চ ফুটবল সাময়িকী ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা আগেই দিয়েছে।

ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব আর বিশ্বজোড়া ফুটবল বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণ বলছে, এবারের ব্যালন ডি’অর জয়ে মূল লড়াইটা হবে ভিনিসিয়ুস ও রদ্রির মধ্যে। ভিনিসিয়ুস ফরোয়ার্ড আর রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঠে দুজনের ভূমিকা দুই রকম।

৩০ জনের সবাই তো আর সমানভাবে এগিয়ে নেই, সেটা থাকার কথাও নয়। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদ থেকে দৌড়ে আছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, জার্মান তারকা টনি ক্রুস, স্পেনের দানি কারবাহাল, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ আরও দুজন। বার্সেলোনা থেকে আছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটি থেকে আছেন স্পেনের রদ্রি আর নরওয়ের আর্লিং হলান্ডের মতো বড় নাম।

তবে ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব আর বিশ্বজোড়া ফুটবল বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণ বলছে, এবারের ব্যালন ডি’অর জয়ে মূল লড়াইটা হবে ভিনিসিয়ুস ও রদ্রির মধ্যে। ভিনিসিয়ুস ফরোয়ার্ড আর রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঠে দুজনের ভূমিকা দুই রকম। মাঠে যাঁর যেটা কাজ, সেই বিবেচনা থেকে পরিসংখ্যান ও গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান অপ্টা ২০২৩-২৪ মৌসুমে এ দুই তারকার পারফরম্যান্স বিশ্লেষণ করে পাওয়ার পয়েন্টিং করেছে।

তবে ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাব আর বিশ্বজোড়া ফুটবল বিশ্লেষকদের চুলচেরা বিশ্লেষণ বলছে, এবারের ব্যালন ডি’অর জয়ে মূল লড়াইটা হবে ভিনিসিয়ুস ও রদ্রির মধ্যে। ভিনিসিয়ুস ফরোয়ার্ড আর রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঠে দুজনের ভূমিকা দুই রকম। মাঠে যাঁর যেটা কাজ, সেই বিবেচনা থেকে পরিসংখ্যান ও গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান অপ্টা ২০২৩-২৪ মৌসুমে এ দুই তারকার পারফরম্যান্স বিশ্লেষণ করে পাওয়ার পয়েন্টিং করেছে।

অপ্টার পয়েন্টিংয়ে রদ্রি এগিয়ে থাকলেও রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের হাতেই দেখছেন। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের ৫-২ গোলের জয়ে ভিনি হ্যাটট্রিক করার পর আনচেলত্তি বলেছিলেন, ‘ভিনিসিয়ুসই ব্যালন ডি’অর জিতবে। এটা ও ৩ গোল করেছে বলে বলছি না। এটা বলছি, কারণ ও অনন্য।’ ম্যানসিটির কোচ অবশ্য রদ্রির পক্ষে কথা বলেছেন অন্যভাবে, ‘রদ্রি পুরস্কারটি জিতলে আমরা খুব খুশি হব।’
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া