ভোজ্যতেলের দাম আরো বাড়াতে চান ব্যবসায়ীরা

দেশের বাজারে সয়াবিন তেলের দাম আবারো বাড়াতে চান ব্যবসায়ীরা। প্রতি লিটারে এ তেলের দাম ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ভোজ্যতেল বিপণনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। চিঠিতে ভোজ্যতেলের নতুন দাম ১ মার্চ থেকে কার্যকর করার কথা বলা হয়। ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম হবে ১৮০ টাকা।

তবে সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে রমজানের আগে তেলের দাম আর বাড়ানো হবে না। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারকে চিঠি দেয়ার পরদিন এ কথা বলেন মন্ত্রী।

গতকাল হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেলের দামের প্রসঙ্গে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা আমাদের কাছে এসেছিলেন। তারা তেলের মূল্যবৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন। তবে আমরা তাদের আরো কিছু সময় অপেক্ষা করার জন্য অনুরোধ করেছি। রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না। আন্তর্জাতিক বাজারে দাম আরো বাড়লেও বাড়বে না। বিশ্ববাজারে যদি বাড়েও ব্যবসায়ীদের অনুরোধ করব সেটা সহ্য করার জন্য।

তবে আন্তর্জাতিক বাজারে রান্নার প্রয়োজনীয় এ উপকরণের দাম ক্রমেই বাড়ছে, যার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দেশের বাজারেও। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি লিটারে ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৬৮ টাকা করা হয়। ২০ দিন যেতে না যেতেই দাম নতুন করে বাড়ানোর প্রস্তাব দেন তেল ব্যবসায়ীরা। ১ মার্চ থেকে বাড়তি দাম কার্যকরের ঘোষণাও দিয়েছিলেন তারা।

প্রায় দেড় বছর ধরে অস্থিতিশীল দেশের খুচরা বাজার। ২০২০ সালের সেপ্টেম্বরে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছিল ৮০ টাকা। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১২৫ টাকা, পাম অয়েলের দাম ৭০ টাকা ও বোতলজাত পাঁচ লিটারের দাম ছিল ৬২০ টাকা। সেই হিসেবে দুই বছরে সয়াবিন তেল ও পাম অয়েলের দাম বেড়েছে ৭০ শতাংশ।
এই বিভাগের আরও খবর
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

যুগান্তর
এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রথমআলো
ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নয়া দিগন্ত
প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন
ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া