দেশের বাজারে সয়াবিন তেলের দাম আবারো বাড়াতে চান ব্যবসায়ীরা। প্রতি লিটারে এ তেলের দাম ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ভোজ্যতেল বিপণনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। চিঠিতে ভোজ্যতেলের নতুন দাম ১ মার্চ থেকে কার্যকর করার কথা বলা হয়। ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম হবে ১৮০ টাকা।
তবে সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে রমজানের আগে তেলের দাম আর বাড়ানো হবে না। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারকে চিঠি দেয়ার পরদিন এ কথা বলেন মন্ত্রী।
গতকাল হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তেলের দামের প্রসঙ্গে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা আমাদের কাছে এসেছিলেন। তারা তেলের মূল্যবৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন। তবে আমরা তাদের আরো কিছু সময় অপেক্ষা করার জন্য অনুরোধ করেছি। রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না। আন্তর্জাতিক বাজারে দাম আরো বাড়লেও বাড়বে না। বিশ্ববাজারে যদি বাড়েও ব্যবসায়ীদের অনুরোধ করব সেটা সহ্য করার জন্য।
তবে আন্তর্জাতিক বাজারে রান্নার প্রয়োজনীয় এ উপকরণের দাম ক্রমেই বাড়ছে, যার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দেশের বাজারেও। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি লিটারে ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৬৮ টাকা করা হয়। ২০ দিন যেতে না যেতেই দাম নতুন করে বাড়ানোর প্রস্তাব দেন তেল ব্যবসায়ীরা। ১ মার্চ থেকে বাড়তি দাম কার্যকরের ঘোষণাও দিয়েছিলেন তারা।
প্রায় দেড় বছর ধরে অস্থিতিশীল দেশের খুচরা বাজার। ২০২০ সালের সেপ্টেম্বরে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছিল ৮০ টাকা। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১২৫ টাকা, পাম অয়েলের দাম ৭০ টাকা ও বোতলজাত পাঁচ লিটারের দাম ছিল ৬২০ টাকা। সেই হিসেবে দুই বছরে সয়াবিন তেল ও পাম অয়েলের দাম বেড়েছে ৭০ শতাংশ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়