রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশের গণতন্ত্রকে ধ্বংস করতেই এটা করা হচ্ছে। যারা বিরোধী দলকে দোষারোপ করতে চায়, তারা এগুলো করছে। তারা তাদের বিভিন্ন সংস্থাগুলো দিয়ে এগুলো করাচ্ছে।’
মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রশিক্ষণ সেলের উদ্যোগে ‘নারী নেতৃত্ব অগ্রগতি বিষয়ক’ এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আজকে আমরা অসম যুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধটা হচ্ছে, আমাদের গণতন্ত্রকে রক্ষা করার যুদ্ধ। আমাদের দেশকে রক্ষা করার যুদ্ধ। এই লড়াই হচ্ছে, আমাদের অস্তিত্বের লড়াই। আর সময় খুব কম। এই সময়ের মধ্যে আমাদের সমস্ত মানুষকে জাগিয়ে তুলতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের একটা সমস্যা আছে। চরিত্রগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে- তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা একনায়কতন্ত্রের মানসিকতা নিয়ে কাজ করেছেন। আর রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের স্পেস ধ্বংস করে দেওয়া হয়েছে। এরা (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকতে চায়। আর ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে চায়। আর আমরা গণতন্ত্রকে ফিরে আনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছি।’
ফখরুল বলেন, ‘আজকে বিদেশিদের নিয়ে কথা হচ্ছে। কেন বিদেশিরা আসছে? আমেরিকার আজ একটা টিম আসছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা টিম এসেছে। তারা এখানে মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতে এসেছেন এবং বুঝতে চায়। আর এখানে গণতন্ত্র নাই, নির্বাচন হয়নি।’
তিনি বলেন, ‘সামনে নির্বাচনে নির্ধারিত হবে যে, দেশে গণতান্ত্রিক থাকবে কি থাকবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না। তাই আজ আমাদের সকলের দায়িত্ব রুখে দাঁড়াতে হবে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়