চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনকালে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টটরা। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী কেন্দ্র পরিদর্শনে আসেন। কেন্দ্রের প্রবেশদ্বারে আসা মাত্রই হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার কয়েকজন সমর্থক তার ওপর হামলা চালান।
এ সময় তারা শারীরিকভাবে লাঞ্ছিতের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। যদিও দ্রুত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে হাজির হয় র্যাবের স্ট্রাইকিং ফোর্স। তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন।
এ বিষয়ে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারী বলেন, সকালে আমি বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসি। এ সময় কাদির গাজী নামে একজনের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা দেশে আমরা এ ধরনের হামলা প্রত্যাশা করি না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়