চট্টগ্রামে আজ অনুশীলনের সময় মাথায় বল লেগে আহত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস বোলার মুস্তাফিজুর রহমান। বলের আঘাতে তার মাথা থেকে রক্ত ঝরলে তৎক্ষণাৎ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয় বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটারদের।
আজ বিপিএলে কোনো দলেরই খেলা নেই। আগামীকাল সোমবার সিলেটের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচ সামনে রেখে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে অনুশীলন করছিলেন মুস্তাফিজ ও তার সতীর্থরা। তিনি অধিনায়ক লিটন কুমার দাসকে নেটে বল করছিলেন। বল ছুড়ে রান আপ নিতে ফেরার পথে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডান শুনে ঘুরে তাকাতে গেলে বল এসে তার মাথার পেছনের দিকে লাগে।
এই আঘাতে তিনি মাথায় হাত দিয়ে মাঠেই বসে পড়েন। প্রাথমিক শুশ্রুষা দেয়া হয় তাকে। তখনই দেখা যায় মাথা থেকে রক্ত ঝরছে। তখন কালবিলম্ব না করে তাকে নেয়া হয় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া এক বিবৃতিতে দলটির ফিজিও জাহিদুল ইসলাম বলেছেন, ‘স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন সে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়