ম্যাচের তখন ৫৪ মিনিটের খেলা চলছে। সেনেগাল গোলকিপার এদুয়ার্দ মেন্দির কিক উড়ে গিয়ে পড়েছিল কেপ ভার্দে বক্সের সামনে। সাদিও মানে গোলের গন্ধ পেয়ে বলটা ধরতে দৌড়াচ্ছিলেন।
কিন্তু কেপ ভার্দে গোলকিপার ভোজিনহাও যে সম্ভাব্য বিপদ ঠেকাতে দৌড়ে সামনে চলে এসেছেন, মানে তা খেয়াল করেননি, বলের ওপর চোখ থাকলে সেটি না হওয়াই স্বাভাবিক।
ম্যাচের তখন ৫৪ মিনিটের খেলা চলছে। সেনেগাল গোলকিপার এদুয়ার্দ মেন্দির কিক উড়ে গিয়ে পড়েছিল কেপ ভার্দে বক্সের সামনে। সাদিও মানে গোলের গন্ধ পেয়ে বলটা ধরতে দৌড়াচ্ছিলেন।
কিন্তু কেপ ভার্দে গোলকিপার ভোজিনহাও যে সম্ভাব্য বিপদ ঠেকাতে দৌড়ে সামনে চলে এসেছেন, মানে তা খেয়াল করেননি, বলের ওপর চোখ থাকলে সেটি না হওয়াই স্বাভাবিক।
কেপ ভার্দের বক্স থেকে প্রায় তিন ধাপ বাইরে বলটা পড়ে বাউন্স খাওয়ার পর চলতি বলেই হেড করেন মানে। ঠিক তখনই বাধা দেন ভোজিনহা। বলের দখল কেউ নিতে পারেননি, কিন্তু প্রচণ্ড গতিতে ছুটে আসায় মাথায় সংঘর্ষ হয় দুজনের।
আঘাত যে মারাত্মক, সেটি মাঠের মধ্যে মানের কাটা কলাগাছের মতো পড়ে যাওয়া দেখেই বোঝা গেছে। ভোজিনহার আঘাতও কম কিছু ছিল না। চিকিৎসকেরা ছুটে গিয়ে দুজনকে সেবা দিয়ে দাঁড় করানোর পর শঙ্কা কেটেছে সমর্থকদের।
তবে কেপ ভার্দে-সমর্থকেরা হতাশ হতে পারেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় ভোজিনহাকে ফাউলকের অপরাধে দোষী সাব্যস্ত করে তাঁকে লাল কার্ড দেখান রেফারি। বাকি সময় ৯ জন নিয়ে খেলে ২ গোল হজম করে কেপ ভার্দে। ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সেনেগাল।
লিভারপুল তারকা মানে মারাত্মক আঘাত পেলেও তৎক্ষণাৎ মাঠ ছাড়েননি। উল্টো ৬৩ মিনিটে দারুণ এক গোলে সেনেগালের গোলের খাতা খুলেছেন। কেপ ভার্দে বক্সের বাঁ প্রান্তে ফাঁকায় বল পেয়ে ঠান্ডা মাথার শটে ক্রসবারের নিচ দিয়ে গোল করেন মানে। ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।
মানেকে তখন সুস্থ মনে হলেও বিপদটা টের পাওয়া যায় ৮ মিনিট পর ম্যাচের ৭০ মিনিটে। মাথায় ‘কনকাশন’-এর কারণে মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারেননি। বসে পড়েন। বদলি নামিয়ে মাঠ থেকে তুলে নেওয়া হয় লিভারপুল ফরোয়ার্ডকে।
মানেকে হাসপাতালে নিতে কালক্ষেপণ করা হয়নি। পরে ইনস্টাগ্রামে নিজের সুস্থতার কথা জানিয়েছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি দেখে হৃদয় উষ্ণ হতে পারে আফ্রিকার ফুটবল-সমর্থকদের। ম্যাচ শেষে মানের খোঁজ নিতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন ভোজিনহা। দুজনের ছবি ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কেপ ভার্দে ম্যাচে গোল হজম না করেই পিছিয়ে পড়েছে ২১ মিনিটে। সেনেগালের ডিফেন্সিভ মিডফিল্ডার পাপে গে-কে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন কেপ ভার্দের প্যাট্রিক আনদ্রাদে। ৯ জন নিয়ে খেলে শক্তিশালী সেনেগালের বিপক্ষে বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেনি কেপ ভার্দে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়