ফিটনেস পরীক্ষায় পাস করলেন মাশরাফি মুর্তজা। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে আর কোনও বাধা রইলো না তার। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।
আজ (রবিবার) সকালে মিরপুরের ইনডোরে ফিটনেস টেস্ট দেন মাশরাফি। ফল পাওয়ার পর নিজেই দিয়েছেন খুশির খবরটা, ‘ফিটনেসের অবস্থা বেশ ভালোই আছে। আজ সকালে বিসিবির আয়োজনে ফিটনেস টেস্ট দিয়েছি। ফিটনেস টেস্টে পাস করেছি। পরের ধাপ হিসেবে করোনা পরীক্ষার নমুনাও দিয়েছি আজ। কালই (সোমবার) ফল পাওয়া যাবে। এরপর বিসিবির নিয়ম অনুযায়ী আমার দল চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।’
সাবেক অধিনায়কের ফিটনেস পরীক্ষার ব্যাপারে বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেছেন, ‘মাশরাফি আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছেন। উনি পাস করেছেন। এখন তার টুর্নামেন্টে খেলতে আর কোনও বাধা নেই।’
দীর্ঘ ১০ মাস পর খেলতে নামবেন মাশরাফি। ঠিক কতটা ফিট দেখলেন? তুষার জানালেন, ‘যথেষ্ট ভালো মানে হয়েছে। ম্যাচ ফিটনেস তো ভিন্ন কিছু। আমার মনে হয়েছে কোনও সমস্যা নেই। তবে মাশরাফি কী প্রক্রিয়ার খেলবে, সেটি বোর্ড নির্ধারণ করবে।’
মাশরাফিকে নিয়ে ইতিমধ্যে তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে ফরচুন বরিশাল, এরপর জেমকন খুলনা মাশরাফিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে বিসিবি বরাবর চিঠি দিয়েছে। আর শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহী তার জন্য চিঠি দেয়।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়