মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

অপেক্ষার প্রহর শেষ হয়েছে। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। সেখানে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। 

রিয়াদ বাদ পড়লেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে। অথচ তেমন কিছু না করেই! টি-টোয়েন্টি ক্রিকেটে নাজমুল হাসান শান্তর পরিসংখ্যান মোটেও সুখকর নয়। ৯ ম্যাচে ১৮.৫০ গড়ে শান্তর রান ১৪৮, স্ট্রাইকরেট ১০৪.২২। এমন পারফরম্যান্সে এশিয়া কাপের দল থেকে তাকে বাদ পড়তে হয়েছে। মূলত অন্য টপ অর্ডারদের ফর্মহীনতা ও কন্ডিশন বিবেচনাতে টিকে গেছেন তিনি।

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, এই দলটি নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজও খেলবে। বিশ্বকাপের দলটিই মূলত ত্রিদেশীয় সিরিজের দল। তবে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে মূল দলের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা সৌম্য সরকার আছেন এই তালিকায়। এছাড়া শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, শেখ মেহেদী হাসানকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। কারও ইনজুরির সুবাদে স্ট্যান্ডবাই তালিকা থেকে মূল দলে যাওয়ার সুযোগ থাকবে।

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও বাদ পড়েছেন এনামুল হক, পারভেজ হোসেন ইমন। শেখ মেহেদীর তো মূল দলেই জায়গা হয়নি। মুশফিক তো এশিয়া কাপ থেকে ফিরেই অবসরের ঘোষণা দিয়েছেন। মুশফিকের অবসরের ঘোষণার পর মাহমুদউল্লাহর অবসর নিয়ে আলোচনা ছিল সর্বত্র। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ অবসর না নিলেও টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে।

এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান ও লিটন দাস। ইয়াসির আলী দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়ে ছিটকে যান। ওই হিসেবে প্রায় ৫ মাস পর ফিরলেন এই ব্যাটার।

জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান এবং লিটন দাস ইনজুরির কারণে এশিয়া কাপে খেলার সুযোগ হারিয়েছিলেন। অন্যদিকে ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে যেতে পারেননি হাসান মাহমুদ। সোহান এবার অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবের ডেপুটি হিসেবে থাকবেন।

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া বাংলাদেশের আরেক প্রতিপক্ষ পাকিস্তান। মূলত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজটি কাজে লাগবে। এরপর সেখান থেকে বাংলাদেশ দল সরাসরি চলে যাবে অস্ট্রেলিয়ায়। গিয়েই দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে।

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড—

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হাসান শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই: সৌম্য সরকার, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, শেখ মেহেদী হাসান।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া