মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে অর্ধেক ভাড়া কার্যকর

অনেক আন্দোলন ও আলোচনার পর আজ বুধবার থেকে গণপরিবহনগুলোতে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার নিয়ম চালু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৭ টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসগুলোতে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে শুরু করেছেন দেশের সব পর্যায়ের শিক্ষার্থীরা। তবে বেসরকারি মালিকানাধীন গণপরিবহনগুলোতে কেবল ঢাকা মহানগরীর শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন। তাও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রথম দিন সকাল থেকে শিক্ষার্থী ও বাসের চালক-সহকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মিরপুর-১২ থেকে ছেড়ে আসা মাওয়াগামী স্বাধীন এক্সপ্রেসে ভ্রমণ করা দুই শিক্ষার্থী জানান, তাদের কাছ থেকে পুরো ভাড়া দাবি করা হয়। কিন্তু তারা সেটি দিতে অস্বীকৃতি জানানোয় কিছুটা বাকবিতণ্ডা হয়। যদিও অর্ধেক ভাড়া দেন বলে জানান তারা।

তবে বাসটির চালকের সহকারী অভিযোগটি স্বীকার করে বণিক বার্তাকে বলেন, বাসের নির্দিষ্ট চেকপয়েন্টে শিক্ষার্থীরা যদি পরিচয়পত্র প্রদর্শন করেন তাহলে এ সমস্যা হয় না। মূলত যোগাযোগের সমস্যার কারণে ছোটখাটো বাকবিতণ্ডা হচ্ছে। তবে পরে তা মিটিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ থেকে গুলিস্তানের উদ্দেশে ৭-৮ জন শিক্ষার্থী ওঠেন মিরপুর-১২ গামী হিমাচল পরিবহনে। তারা জানান, হেলপার সবার পরিচয়পত্র নিশ্চিত করে অর্ধেক ভাড়া রেখেছেন। হিমাচল বাসের হেলপার আবদুর রহমান অভিযোগ করে বলেন, কিছু কিছু শিক্ষার্থী পরিচয়পত্র না দেখিয়ে অর্ধেক ভাড়া দিয়ে চলে যান।অর্ধেক ভাড়া নিশ্চিত করতে তিনি সব শিক্ষার্থীদের পরিচয়পত্র বহন করতে অনুরোধ করেন।

বেসরকারি মালিকানাধীন গণপরিবহনগুলোতে এমন চিত্র দেখা গেলেও বিআরটিসি চিত্র ভিন্ন। টঙ্গী থেকে আসা বিআরটিসি বাসের হেলপার জানান, তারা আগে থেকেই শিক্ষার্থীদের থেকে অর্ধেক ভাড়া নিতেন। সরকার গণপরিবহনে সর্বনিম্ন ১০ টাকা ভাড়া নির্ধারণ করে দিলেও তারা পাঁচ টাকা নেন।
এই বিভাগের আরও খবর
এবার ঈদে ১ কোটি ৬০ লাখ মানুষ ঢাকা ছাড়বে

এবার ঈদে ১ কোটি ৬০ লাখ মানুষ ঢাকা ছাড়বে

ভোরের কাগজ
স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নয়া দিগন্ত
বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার চালু

বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার চালু

যুগান্তর
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

নয়া দিগন্ত
চট্টগ্রামে ফ্রিল্যান্সারের টাকা সরানোর ঘটনায় ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ফ্রিল্যান্সারের টাকা সরানোর ঘটনায় ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

প্রথমআলো
নাবিকদের উদ্ধারের চেষ্টায় সোমালিয়ান নেভি ও দস্যুদের মধ্যে গুলি বিনিময়

নাবিকদের উদ্ধারের চেষ্টায় সোমালিয়ান নেভি ও দস্যুদের মধ্যে গুলি বিনিময়

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়