মাত্র ৬৮ রান করলেই ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছানোর হাতছানি নিয়ে চট্টগ্রাম টেস্টে খেলতে নামেন মুশফিকুর রহিম। তৃতীয় দিন ৫৩ রানে অপরাজিত থেকে মাইলফলকের কাছাকাছি পৌঁছে যান তিনি। আজ চতুর্থ দিন সকালের সেশনেই ১৫ রান তুলে নিয়ে তিনি লক্ষ্যপূরণ করেন। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লেখালেন। এরপর তুলে নিয়েছেন টেস্টের অষ্টম সেঞ্চুরিও।
মুশফিকের দৃঢ়তায় চারশ পেরিয়ে লিড নিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৩৩ রান। মুশফিক ১০২ ও নাঈম হাসান ৩ রানে ব্যাট করছিলেন। এ মুহূর্তে ৩৬ রানের লিড স্বাগতিকদের।
ক্যারিয়ারের ৮১তম টেস্টে এই মাইলফলকে পৌঁছান মুশফিক। ৩৫ বছর বয়সী এ ক্রিকেটারের টেস্ট অভিষেক ২০০৫ সালে ইংল্যান্ডের মাটিতে। টেস্টে তার সেঞ্চুরি ৮টি, আর হাফ সেঞ্চুরি ২৫টি। সর্বোচ্চ ইনিংস ২১৯ রান। দুটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। এছাড়া ওয়ানডেতে ৬ হাজার ৬৯৭ ও টি২০তে ১ হাজার ৪৯৫ রান করেছেন মুশফিক।
আজ রাজিথার বলে ফাইন লেগে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান মুশফিক। প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রান করার রেসে তিনি হারিয়ে দিলেন তামিম ইকবালকে।
তৃতীয় দিন ১৩৩ রানে অপরাজিত থেকে রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবালের ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল আর ১৯ রান। যদিও আজ তিনি কোনো রান যোগ না করেই আউট হয়ে যান কাসুন রাজিথার বলে। তামিমকে বোল্ড করেন রাজিথা।
বিশ্ব ফার্নান্দোর অসুস্থতায় ‘কনকাশন সাব’ হিসেবে নামা কাসুন রাজিথা চারটি উইকেট শিকার করে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। ৩১৮ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ও লিটন দাস ভালোই টানছিলেন দলকে। স্কোরটা ৩৮৫ রানে নেয়ার পর লিটনকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রাজিথা। পরের বলেই তিনি বোল্ড করেন তামিমকে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়