শ্রীলংকার বিরুদ্ধে ৫ম উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ৮৭ রান সংগ্রহের পর বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে ফেরার পর উইকেটে আসেন আফিফ হোসাইন। তবে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিককে।
৯ বলে দুই চারে ব্যক্তিগত ১০ রান করে বিদায় নেন আফিফ।
এরপর মাত্র ৬ রানের ব্যবধানে মিরাজও বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। মাত্র ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর কারণে বাংলাদেশ বড় সংগ্রহের স্বপ্নভঙ্গ করেন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বিদায় নিয়েছিলেন দলের দুই তারকা ব্যাটসম্যান তামিম ও সাকিব। দলীয় মাত্র ১৫ রানেই বিদায় নিয়ে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দেন তারা। এরপরই ক্রিজে আসেন মুশফিক।
এরপর দলীয় ৪৯ রানে বিদায় নেন লিটন দাস। ৪২ বল খেলে ব্যক্তিগত মাত্র ২৫ রান সংগ্রহ করে বিদায় নেন দলের এ উদ্বোধনী ব্যাটসম্যান।
এরপর ক্রিজে আসেন মিঠুনের পরিবর্তে খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। তিনিও এ ম্যাচে সুবিধা করতে পারেননি। দলীয় ৭৪ রানে ১২ বলে মাত্র ১০ রান করে পেরেরার বলে সাজঘরে ফেরেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়