নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নামের প্রস্তাব না দিয়ে বিএনপি মূলত গণতন্ত্রকেই অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা সার্চ কমিটি, রাষ্ট্রপতি ও বিশিষ্টজনদের প্রস্তাবকে না বলার মধ্যে দিয়ে মূলত গণতন্ত্রকেই না বলছেন।
রাজধানীতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এদিকে গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বৈঠক করেন সার্চ কমিটি গঠন নিয়ে।
বৈঠক শেষে সিনিয়র সাংবাদিকরা জানান, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সার্চ কমিটিতে সম্ভাব্য কমিশনাদের নামের সুপারিশ করলেও নাম দেয়নি বিএনপি। চূড়ান্ত মনোনয়নের আগে নিবন্ধিত রাজনৈতিক দল যারা নাম দেননি তারা দিলে বিবেচনা করবে সার্চ কমিটি। বিএনপিসহ বেশ কয়েকটি দল নাম না দেওয়ায় ব্যথিত সার্চ কমিটি।
জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল জানান, বিএনপিসহ বেশ কয়েকটি দল নাম না দেওয়ায় ব্যথিত কমিটি। চূড়ান্ত মনোনয়নের আগে নাম দিলে বিবেচনা করার কথা তাদের জানিয়েছে কমিটি।
বিতর্ক দেখা দিয়েছে ৩২২ জনের খসড়া নাম প্রকাশ নিয়েও। ৩২২ জনের নাম প্রকাশ করা ঠিক হয়নি। চূড়ান্ত মনোনয়ন দেওয়া ১০ জনের নামও প্রকাশ ঠিক হবে না- বুলবুলের এমন মতের সঙ্গে একমত নন আরেক সিনিয়র সাংবাদিক নঈম নিজাম।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়