সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর মূল অবকাঠামোর নির্মাণকাজ ৯২ ভাগ এবং পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজ ৮৪ ভাগ শেষ হয়েছে। এর নির্মাণকাজ সম্পন্ন হলে বাংলাদেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি শুধু সেতু নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। কেননা, মিথ্যা অভিযোগ এনে বিশ্বব্যাংক এতে অর্থায়ন বন্ধে করে দেয়। প্রধানমন্ত্রী শত প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতার মাঝেও নিজের অর্থায়নে এ সেতু করার সিদ্ধান্ত নেন। এর কারণে কিছু সমস্যা, এমনকি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও কিছুটা ছন্দপতন হয়। এরপর চীনের যারা কাজ করছিলেন তারা করোনার কারণে দেশে ফিরে গিয়েছিলেন। যদিও পরে ফিরে কোয়ারেন্টিন মেনে তারা কাজে যোগ দেন। স্রোতের কারণে স্প্যান বসানো যাচ্ছিল না। কিন্তু সব বাধা অতিক্রম করে ফুল দিয়ে মালা গাঁথার মতো এ সেতুতে একে একে এখানে ৪১টি স্প্যান বসেছে। এটি আজ দৃশ্যমান। এটি আমাদের অহংকার এবং সক্ষমতার প্রতীকও বটে। এ সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে।’
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়