বার্সেলোনার দুর্দশা যেন কাটছে না। লা লিগায় আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে। আর এবার রায়ো ভায়েকানোর সঙ্গেও পেরে ওঠেনি কাতালানরা। প্রথমার্ধে পিছিয়ে পড়ে বিরতির পর পেনাল্টি পেয়েও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি রোনাল্ড কোম্যানের দল। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ১-০ গোলে!
বার্সেলোনা ১০ ম্যাচে তৃতীয় হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। রায়ো ভায়েকানো এক ম্যাচ বেশি খেলে ষষ্ঠ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।
এমনিতে লিওনেল মেসি-গ্রিজমানরা দল ছেড়ে যাওয়ায় বার্সেলোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকে লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে সেভাবে সুবিধা করতে পারছে না।
রায়ো ভায়েকানোর মাঠে বার্সেলোনা বলের নিয়ন্ত্রণে বেশ এগিয়ে থেকে আক্রমণও কম করেনি। কিন্তু কিছুতেই গোলের দেখা মিলেনি। ভায়েকানো আক্রমণ ফিরিয়ে পাল্টা আক্রমণে উঠেছে। গোলও পেয়েছে।
ম্যাচ শুরুর ৯ মিনিটে বার্সেলোনা এগিয়ে যেতে পারতো। কিন্তু ডিপাইয়ের বাকানো শট বাইরে দিয়ে যায়। ২০ মিনিটে ভায়েকানো সুযোগ পেয়েছিল। কিন্তু রাদামেল ফ্যালকাওর প্রচেষ্টা তের স্টেগেন প্রতিহত করেন।
৩০ মিনিটে ভায়েকানো প্রতি আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায়। ত্রেজোর পাসে রাদামেল ফ্যালকাও নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। পিকে চেষ্টা করেও ৩৫ বছর বয়সী কলম্বিয়ান ফরোয়ার্ডকে আটকাতে পারেননি।
৪ মিনিট পর অবশ্য ভায়েকানো সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি। ৩৬ মিনিটে বার্সেলোনার দুর্ভাগ্য। মেমফিস ডিপাইয়ের ক্রসে দেস্ত ক্রস বারের ওপর দিয়ে মেরে ম্যাচে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়