মেমফিস-ফাতির নৈপূণ্যে দুর্দান্ত জয় পেল বার্সা (ভিডিও)

লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পর বুক ভরা আশা নিয়ে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল আনসু ফাতিকে। চোট কাটিয়ে ৩২২ দিন পর মাঠে ফিরেই বুঝিয়ে দিলেন মেসির যোগ্য উত্তরসূরি হতে কতটা প্রস্তুত তিনি। 

৮১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে ফেরাটা রাঙান ১৮ বছর বয়সি স্প্যানিশ ফরোয়ার্ড। ফাতির ফেরার ম্যাচে তিন ম্যাচে জয়খরা কাটিয়ে বার্সাও যেন ফিরে পেল নিজেদের। 

লা লিগায় ঘরের মাঠে রবিবাসরীয় রাতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে বার্সেলোনা। 

বার্সাকে ১৪ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন দুই ডাচ তারকা মেমফিস ডিপাই ও লুক ডি ইয়ং। 

খেলায় পুরোটা সময় আধিপত্য ধরে খেলেছে বার্সা। শুরুর ১৪ মিনিটেই দুবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। 

পঞ্চম মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকে পড়া মেমফিসকে ফাউল করেন লেভান্তের মিডফিল্ডার নেমানিয়া রাদোইয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটেই সফল স্পটকিক থেকে প্রথম লিড এনে দেন মেমফিস নিজেই।

১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি ইয়ং। অবশ্য এ গোলে মেমফিসের অবদান আছে। মাঝমাঠ থেকে তার বাড়ানো বল ধরে বাঁদিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে পাস বাড়ান সের্জিনো দেস্ত। আর ফাঁকায় বল পেয়ে বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোলটি করেন ইয়ং। 

২২তম মিনিটে আরও একটি গোল পেতে পারত বার্সা। মেমফিসের দূরের পোস্টে বাড়ানো ক্রসে পা লাগাতেই পারেননি জেরাড পিকে। ৩৬তম মিনিটে জোড়া গোলের সুযোগ হাতছাড়া করেন মেমফিস নিজেও।

২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে নেমে মেমফিসের শট ঠেকান লেভান্তের গোলরক্ষক আইতর ফার্নান্দেস।

৬৫তম মিনিটে আবারও মেমফিসের শট ঠেকান স্প্যানিশ এই গোলরক্ষক।
 
৮১তম মিনিটে আনসু ফাতিকে বদলি নামান কোচ কোম্যান। গত বছরের নভেম্বরের পর এই প্রথম মাঠে নামলেন ১৮ বছর বয়সি ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফাতি।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া