লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পর বুক ভরা আশা নিয়ে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল আনসু ফাতিকে। চোট কাটিয়ে ৩২২ দিন পর মাঠে ফিরেই বুঝিয়ে দিলেন মেসির যোগ্য উত্তরসূরি হতে কতটা প্রস্তুত তিনি।
৮১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে ফেরাটা রাঙান ১৮ বছর বয়সি স্প্যানিশ ফরোয়ার্ড। ফাতির ফেরার ম্যাচে তিন ম্যাচে জয়খরা কাটিয়ে বার্সাও যেন ফিরে পেল নিজেদের।
লা লিগায় ঘরের মাঠে রবিবাসরীয় রাতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে বার্সেলোনা।
বার্সাকে ১৪ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন দুই ডাচ তারকা মেমফিস ডিপাই ও লুক ডি ইয়ং।
খেলায় পুরোটা সময় আধিপত্য ধরে খেলেছে বার্সা। শুরুর ১৪ মিনিটেই দুবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
পঞ্চম মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকে পড়া মেমফিসকে ফাউল করেন লেভান্তের মিডফিল্ডার নেমানিয়া রাদোইয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটেই সফল স্পটকিক থেকে প্রথম লিড এনে দেন মেমফিস নিজেই।
১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি ইয়ং। অবশ্য এ গোলে মেমফিসের অবদান আছে। মাঝমাঠ থেকে তার বাড়ানো বল ধরে বাঁদিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে পাস বাড়ান সের্জিনো দেস্ত। আর ফাঁকায় বল পেয়ে বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোলটি করেন ইয়ং।
২২তম মিনিটে আরও একটি গোল পেতে পারত বার্সা। মেমফিসের দূরের পোস্টে বাড়ানো ক্রসে পা লাগাতেই পারেননি জেরাড পিকে। ৩৬তম মিনিটে জোড়া গোলের সুযোগ হাতছাড়া করেন মেমফিস নিজেও।
২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে নেমে মেমফিসের শট ঠেকান লেভান্তের গোলরক্ষক আইতর ফার্নান্দেস।
৬৫তম মিনিটে আবারও মেমফিসের শট ঠেকান স্প্যানিশ এই গোলরক্ষক।
৮১তম মিনিটে আনসু ফাতিকে বদলি নামান কোচ কোম্যান। গত বছরের নভেম্বরের পর এই প্রথম মাঠে নামলেন ১৮ বছর বয়সি ফরোয়ার্ড।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফাতি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়