টানা ব্যর্থতায় বরখাস্ত হয়েছেন ওলে গানার সুলশার। পছন্দের কোচ পেতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু মৌসুমের এই পর্যায়ে পছন্দের কোচদের পেতে বেগ পেতে হচ্ছে রেড ডেভিলদের। ইউনাইটেডের পছন্দের তালিকায় থাকা সবাই রয়েছেন কোনো কোনো ক্লাবের দায়িত্বে। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান কেবল ‘ফ্রি’ রয়েছেন। বিবিসি জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে রাজি নন জিদান। এরই মধ্যে নতুন খবর দিয়েছে ডেইলি মেইল। তারা জানিয়েছে, পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে চায় ম্যানইউ।
এই আর্জেন্টাইন কোচও নাকি ইংল্যান্ডে ফিরতে চাইছেন। সম্প্রতি পচেত্তিনো বলেছিলেন, মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তিন মহাতারকাকে সামলাতে বেগ পেতে হচ্ছে তাকে। এছাড়া ডেইলি মেইল জানিয়েছে, প্যারিসে যেতে রাজি নন পচেত্তিনোর স্ত্রী। তিনি রয়েছেন লন্ডনে। গত জানুয়ারি থেকে পিএসজির কোচ হিসেবে যোগ দেয়ার পর থেকে হোটেলে থাকছেন পচেত্তিনো। ‘ম্যানইউর কোচ হওয়ার জন্য পিএসজির চাকরি ছাড়তে রাজি পচেত্তিনো’ দাবি ডেইলি মেইলের। যদিও ২০২২ সালের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এই আর্জেন্টাইনের।
২০১৮ সালের ডিসেম্বরে সুলশার যখন ম্যানইউর দায়িত্ব নেন তখন ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে ছিলেন পচেত্তিনো। সেসময় তিনি ছিলেন টটেনহ্যাম হটস্পারের দায়িত্বে। বুধবারই ম্যানচেস্টারে আসছেন পচেত্তিনো। চ্যাম্পিয়নস লীগে গ্রুপ পর্বের ফিরতি লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি।
ম্যানইউ’র পছন্দের তালিকায় রয়েছেন ডাচ ক্লাব আয়াক্সের কোচ এরিক টেন হাগ। তার অধীনে দুটি লীগ জিতেছে আয়াক্স। দলটি চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে উঠেছিল ২০১৮-১৯ মৌসুমে। ইউরোপসেরার মঞ্চে এবারো শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে টেন হাগের আয়াক্স। ইংলিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, টেন হাগ ম্যানইউর কোচ হতে আগ্রহী। তবে সেটা স্বাখার করেননি তিনি। ইউনাইটেডের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে টেন হাগ বলেন, ‘এটা আমার জন্য অস্বস্তিকর প্রশ্ন। আমি এরকম (ম্যানউর আগ্রহ) কিছু শুনিনি। তাই এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়