মেসিদের কোচই কি তাহলে রোনালদোদের নতুন বস?

টানা ব্যর্থতায় বরখাস্ত হয়েছেন ওলে গানার সুলশার। পছন্দের কোচ পেতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু মৌসুমের এই পর্যায়ে পছন্দের কোচদের পেতে বেগ পেতে হচ্ছে রেড ডেভিলদের। ইউনাইটেডের পছন্দের তালিকায় থাকা সবাই রয়েছেন কোনো কোনো ক্লাবের দায়িত্বে। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান কেবল ‘ফ্রি’ রয়েছেন। বিবিসি জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে রাজি নন জিদান। এরই মধ্যে নতুন খবর দিয়েছে ডেইলি মেইল। তারা জানিয়েছে, পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে চায় ম্যানইউ।

এই আর্জেন্টাইন কোচও নাকি ইংল্যান্ডে ফিরতে চাইছেন। সম্প্রতি পচেত্তিনো বলেছিলেন, মেসি, নেইমার ও এমবাপ্পের মতো তিন মহাতারকাকে সামলাতে বেগ পেতে হচ্ছে তাকে। এছাড়া ডেইলি মেইল জানিয়েছে, প্যারিসে যেতে রাজি নন পচেত্তিনোর স্ত্রী। তিনি রয়েছেন লন্ডনে। গত জানুয়ারি থেকে পিএসজির কোচ হিসেবে যোগ দেয়ার পর থেকে হোটেলে থাকছেন পচেত্তিনো। ‘ম্যানইউর কোচ হওয়ার জন্য পিএসজির চাকরি ছাড়তে রাজি পচেত্তিনো’ দাবি ডেইলি মেইলের। যদিও ২০২২ সালের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এই আর্জেন্টাইনের।

২০১৮ সালের ডিসেম্বরে সুলশার যখন ম্যানইউর দায়িত্ব নেন তখন ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে ছিলেন পচেত্তিনো। সেসময় তিনি ছিলেন টটেনহ্যাম হটস্পারের দায়িত্বে। বুধবারই ম্যানচেস্টারে আসছেন পচেত্তিনো। চ্যাম্পিয়নস লীগে গ্রুপ পর্বের ফিরতি লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি।

ম্যানইউ’র পছন্দের তালিকায় রয়েছেন ডাচ ক্লাব আয়াক্সের কোচ এরিক টেন হাগ। তার অধীনে দুটি লীগ জিতেছে আয়াক্স। দলটি চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে উঠেছিল ২০১৮-১৯ মৌসুমে। ইউরোপসেরার মঞ্চে এবারো শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে টেন হাগের আয়াক্স। ইংলিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, টেন হাগ ম্যানইউর কোচ হতে আগ্রহী। তবে সেটা স্বাখার করেননি তিনি। ইউনাইটেডের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে টেন হাগ বলেন, ‘এটা আমার জন্য অস্বস্তিকর প্রশ্ন। আমি এরকম (ম্যানউর আগ্রহ) কিছু শুনিনি। তাই এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।’
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া