মেসির এই ‘অভিশাপ’ কি কাটবে অস্ট্রেলিয়ার বিপক্ষেই

অভিশাপ? নয় তো কী!

বিশ্বকাপে লিওনেল মেসির গোলের সংখ্যা ৮টি। তবে মেসি এই ৮ গোলের ১টিও নকআউট রাউন্ডে করতে পারেননি, সবগুলোই করেছেন বিশ্বকাপের গ্রুপ পর্বে। গোল করতে পারেননি, তবে কি বিশ্বকাপের নকআউট রাউন্ডে একেবারেই ব্যর্থ ছিলেন মেসি? উত্তর, না। মেসি বিশ্বকাপের নকআউটে রাউন্ডে গোলে সহায়তা করেছেন ৪টি।

২০১০ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে একটি, ২০১৪ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি। বাকি দুটি ২০১৮ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের বিপক্ষে। ৪টি অ্যাসিস্ট, অথচ গোল নেই ১টিও—সে জন্যই তো অভিশাপ বলা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির সামনে আরও একটি সুযোগ সেই অভিশাপ কাটানোর।

ক্যারিয়ারে মেসি বিশ্বকাপ খেলেছেন ৫টি, যার ৪টিতেই গোল করছেন এই আর্জেন্টাইন তারকা। একমাত্র ২০১০ বিশ্বকাপে গোলের দেখা পাননি তিনি। মেসি তাঁর প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে। সে বিশ্বকাপে গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান মেসি। অপরাজিত থেকেই গ্রুপ পর্ব পার হওয়া আর্জেন্টিনা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকোর মুখোমুখি হয়। 

সে ম্যাচে গোল পাননি মেসি। এরপর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে তাঁর হার দেখতে হয়েছে বেঞ্চে বসে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তো কোনো গোলই পাননি মেসি। মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে ২০১৪ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। 

তবে সেবারও নকআউট রাউন্ডে গোল পাননি। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৪ গোল করার পর নকআউট রাউন্ডে ফাইনালের আগপর্যন্ত আর্জেন্টিনা জয় পেয়েছিল সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বিপক্ষে। ফাইনালে জার্মানদের কাছে ১-০ গোলে হারের ম্যাচেও মেসির কাছে গোলটা ছিল অধরা।

২০১৮ বিশ্বকাপটাও তেমন ভালো যায়নি তাঁর। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোল করলেও রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের বিপক্ষে গোল করতে পারেননি। সেই কিলিয়ান এমবাপ্পেদের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। 

চলতি কাতার বিশ্বকাপেও দারুণ ছন্দে আছেন মেসি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই গোল করেছেন, পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করলেও পুরো ম্যাচে কয়েকটি সুযোগ সৃষ্টি করেছেন এই পিএসজি তারকা। 
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া