আগামী নভেম্বরে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ ২০২২। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে নিজেদের তাতিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা। আজ বুধবার যুক্তরাষ্ট্রের রেড বুল অ্যারেনায় একটু বেশিই তেতে উঠেছেন লিওনেল মেসি। তার অগ্নি রুপে ঝলসে যেতে হয়েছে জ্যামাইকাকে। বদলি নামা মেসির জোড়া ও জুলিয়ান আলভারেজের গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে বিশ্বকাপের প্রস্তুতিও দারুণভাবে সারলো সাদা-আকাশী জার্সিধারীরা।
এদিকে রাফিনহার জোড়া গোলে তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। একটি করে গোল করেন নেইমার জুনিয়র, রিচার্লিসন ও পেদ্রো।
এ জয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল আলবিসেলেস্তারা। সবশেষ ২০১৯ সালের ৩ জুলাই কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টাইনরা। এর পরতো ইতিহাসের সামনে লিওনেল স্কালোনির শিষ্যরা। এখন তাদের সামনে আছে সর্বোচ্চ ৩৭ ম্যাচে অপরাজিত থাকা ইতালি। আরেক ম্যাচ জিতলেই ৩৫ ম্যাচ জেতা ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে যাবে। তবে এজন্য অপেক্ষা করতে হবে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব পর্যন্ত। কারণ বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই মেসি বাহিনীর।
শেষ চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বাল পাঠিয়েছে আর্জেন্টাইনরা। যেখানে হজম করতে হয়নি একটিও।
একটা সময় বলা হতো- লিওনেল মেসি মানে বার্সেলোনা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপসহ কয়েককবার কোপা আমেরিকার ফাইনাল খেলেও শিরোপা এনে দিতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু গত কয়েক বছর ধরে ‘ক্লাবের মেসি’ এই বোল পাল্টে গিয়েছে। গত বছর মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কোপার শিরোপা। অপরদিকে মেসি এখন বার্সেলোনায় নেই, আছেন পিএসজিতে। কিন্তু গত দুই-তিন বছর মেসি আর্জেন্টিনার হয়ে যতটা উজ্জ্বল, ঠিক ততটা ফরাসি ক্লাবটির হয়ে না।
শেষ তিন ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে পাঁচ গোল, হন্ডুরাস এবং জ্যামাইকার বিপক্ষে জোড়া গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। এ নিয়ে আর্জেন্টিনার হয়ে মেসির গোল হলো সংখ্যা ৯০টি। আন্তর্জাতিক ফুটবলে তার ওপরে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (১১৭) ও ইরানের আলি দাই (১০৯)।
দলগত প্রচেষ্টায় ১৩ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। নিকোলাস টাগলিয়াফিকো বক্সের ভেতরে বল পাঠান লাউতারো মার্টিনেজের কাছে। গোলপোস্টের বেশ কাছে থাকলেও প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে শট নিতে পারেননি তিনি। কয়েকজনকে কাটিয়ে গোলমুখের সামনে বল বাড়ান ইন্টার ফরোয়ার্ড। সুযোগ বুঝে লক্ষ্যভেদ করেন ম্যানসিটি স্ট্রাইকার আলভারেজ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়