যে উদ্দেশ্যে মেসিকে পিএসজিতে আনা হয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। ফ্রান্সের মাটিতে পা রেখেই যেন ভাটা পড়েছে তার গোলবানে। তবে গোল করতে অথবা করাতে ব্যর্থ হলেও এ মৌসুমে আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির শটই সবচেয়ে বেশি প্রতিহত হয়েছে ক্রসবারে।
মেসি ভক্তরা মনে করেছিল পিএসজিতে যোগ দিয়েও আগের ছন্দেই থাকবেন তিনি। গোল করবেন, করাবেন, সম্ভাব্য গোলের সুযোগ সৃষ্টি করা পাস তৈরি করবেন, সফল ড্রিবল করবেন। তবে এমন কিছুই এখন পর্যন্ত চোখে পরেনি মেসির ক্ষেত্রে। গোল করেছেন এবং অ্যাসিস্টও করেছেন তবে আগের মতো সবার চেয়ে বেশি নয়। উলটো ক্রসবার এবং পোস্টে বল লাগিয়েই সবার উপরে অবস্থান করছেন মেসি।
ফুটবলের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট অপ্টা জানাচ্ছে, চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির শটই সবচেয়ে বেশি প্রতিহত হয়েছে বারপোস্ট কিংবা ক্রসবারে। চলতি মৌসুমে ফরাসি লিগে তার ছয়টি শট প্রতিহত হয়েছে ক্রসবার না হয় বারপোস্টে। পিএসজিতে যোগ দেওয়ার পর দুর্ভাগ্য কেমন করে তার পিছু নিয়েছে, সেটাই যেন জানান দিচ্ছেন মেসি।
তবে এমন দুর্ভাগা রেকর্ডে মেসির সাথে আরেকজনের নাম রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের ফরওয়ার্ড ব্রায়ান এমবেউমোও মেসির মতো ছয়টি শট লাগিয়েছেন গোলবারে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়