লিলকে ৪-৩ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেছিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। এবার অলিম্পিক মার্শেইয়ের মাঠেও দু’বার লক্ষ্যভেদ করলেন ফরাসি ফরোয়ার্ড। এমবাপ্পের দুই গোলের মাঝে একবার জালের দেখা পান লিওনেল মেসিও। দুই তারকার যুগপৎ পারফরম্যান্সে রোববার লিগ ওয়ানের ম্যাচে মার্শেইকে ৩-০ গোলে হারায় পিএসজি। দলের বড় জয়ে আলো ছড়িয়ে ভিন্ন দু’টি কীর্তি গড়েন মেসি ও এমবাপ্পে।
ভেলোড্রোম স্টেডিয়ামে ম্যাচে ২৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারে আর্জেন্টাইন সুপারস্টারের ৭০০তম গোল এটি। ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে এই মাইলফলক স্পর্শ করলেন মেসি। প্রথম এই কীর্তি গড়েন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত সিআরসেভেনের ক্লাব গোল ৭০৯টি।
অর্থাৎ, ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে পেছনে ফেলতে মেসির প্রয়োজন মাত্র ১০টি গোল। সবমিলিয়ে রোনালদোর গোল সংখ্যা ৮২৭টি। মেসির গোল ৭৯৮টি। দুটি গোল করলেই ক্যারিয়ারে ৮০০ গোলের স্বাদ পাবেন মেসি।
মার্শেইয়ের মাঠে বিরতির পর ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন এমবাপ্পে। আর এতেই যৌথভাবে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান ফরাসি ফরোয়ার্ড। লা প্যারিসিয়ানদের জার্সিতে ২৪৬ ম্যাচে ২০০ গোল করলেন এমবাপ্পে। ৩০১ ম্যাচে সমান সংখ্যক গোল করেছিলেন পিএসজির সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়