ঝিনাইদহে তরুণীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ায় তিন যুবককে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন-কালীগঞ্জ উপজেলার খড়িখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন হোসেন (৩০), সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মীরেরহুদা গ্রামের শাহ জাহান মুন্সীর ছেলে স্বাধীন হোসেন (২৩) ও একই গ্রামের আবু তালেবের ছেলে রনি হোসেন (২১)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে পাগলাকানাই মাজারে ৭ দিনব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ঝিনাইদহের কালীগঞ্জ বারো বাজার এলাকা থেকে ইভা নামে এক টিকটকার বেড়াতে আসেন। এসময় ওই স্থানে ইভার সাথে তিন যুবকের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইভার হাত থেকে একটি মোবাইল ছিনিয়ে নেয় মিলন নামে এক যুবক। এরপর এলাকাবাসী ওই তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক স্বাধীন জানান, ইভা নামে মেয়েটির সাথে রনির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম নিবেদন চলাকালীন রনির কাছ থেকে মেয়েটি একটি দামি মোবাইল হাতিয়ে নেয়। সেকারণে রনির বন্ধু হিসেবে মিলনকে সাথে নিয়ে আমিও ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর মেয়েটি রনির সাথে বেড়বাড়ি গ্রামে মেলার মাঠে দেখা করতে আসলে মিলন মোবাইলটি ছিনিয়ে নেয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়