অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। ৪৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে সাত গোল হজম করে লিগ টেবিলের তিনে থাকা ম্যানইউ। রেকর্ডরাঙা এ জয়ে নিউক্যাসল ইউনাইটেডকে টপকে পাঁচে উঠে এসেছে লিভারপুল।
সেরা চারের সম্ভাবনাও তাতে উজ্জ্বল হয়েছে। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪২। এর আগে লিভারপুলের একই প্রতিপক্ষের বিপক্ষে বড় জয়টি ছিল ১৮৯৫ সালে! জিতেছিল ৭-১ গোলে। তখন অবশ্য দুই দলই ছিল দ্বিতীয় বিভাগে।
আর ম্যানইউ ১৯৩১ সালের পর নিজেদের ক্লাব ইতিহাসে এত বাজে হারের নজির গড়েছে। তারা সর্বশেষ ১৯৩১ সালে উভারহ্যাম্পটনের কাছে ৭-০ গোলের লজ্জা পেয়েছে। অ্যানফিল্ডে প্রথম গোলের আগ পর্যন্ত কিছুটা হলেও এগিয়ে ছিল ম্যানইউ।
ব্রুনো ফার্নান্দেস ও মার্কাশ র্যাশফোর্ডরা সুযোগ মিস করার পরই ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে লিভারপুল। ৪৩ মিনিটে গোলের সূচনা করেন গাকপো। অ্যান্ডি রর্বাটসনের ডিফেন্স চেরা পাস থেকে জালে বল পাঠিয়েছেন। লিভারপুলের কাছে উৎসবের ক্ষণ হয়ে উঠে মূলত দ্বিতীয়ার্ধ। বিপরীতে এই অর্ধ ‘হরর শো’ হয়ে উঠে প্রতিপক্ষের কাছে! এই অর্ধে দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন ডারউইন নুনেজ।
এই গোলের জন্য ম্যানইউর দুর্বল রক্ষণেরও দায় কম নয়। ৫০ মিনিটে গাকপো নিজের জোড়া গোলে স্কোর ৩-০ করেছেন। গোলটির জন্য ডাচ তারকার কৃতিত্বই বেশি। গোলমুখে দারুণভাবে ম্যানইউ গোলকিপারকে বোকা বানিয়ে জাল কাঁপিয়েছেন। ৬৬ মিনিটে স্কোরশিটে নাম তুলেছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়