উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচে দাপুটে জয় পেলো ম্যানচেস্টার সিটি। এফসি কোপেনহেগেনকে হারালো ৩-১ ব্যবধানে। মঙ্গলবার রাতে ডেনমার্কের পার্কেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শেষ ষোলোর প্রথম লেগের এই লড়াই। ঘরের মাঠে হারের পর সিটির স্টেডিয়ামে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে রেখেছেন কোপেনহেগেন কোচ জ্যাকব নিস্ট্রাপ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলটি করেন বেলজিক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ৩৪তম মিনিটে ম্যাচে ফেরে কোপেনহেগেন। সমতাসূচক গোলটি করেন ডেনিশ মিডফিল্ডার ম্যাগনাস ম্যাটসন। ১১ মিনিটের ব্যবধানে সিটিকে দ্বিতীয় লিড এনে দেন পর্তুগিজ স্ট্রাইকার বার্নার্দো সিলভা। আর ৯০+২তম মিনিটে ইংলিশ উইঙ্গার ফিল ফোডেনের নৈপুণ্যে ৩-১ গোলের জয় পায় ম্যান সিটি।
চ্যাম্পিয়নস লীগের নকআউট স্টেজে খেলা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি এফসি কোপেনহেগেন। আগামী ৬ই মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের প্রথম জয়ের খোঁজে ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির আতিথ্য নেবে কোপেনহেগেন।
সেই ম্যাচে প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন কোপেনহেগেন কোচ নিস্ট্রাপ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দ্বিতীয় লেগে আমরা দেখে নেবো কী করা যায়।’
ম্যান সিটিকে পরোক্ষ হুমকি দিয়ে নিস্ট্রাপ বলেন, ‘আমাদের ভক্তদের নিরঙ্কুশ সমর্থন আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় সবসময়। যেকারণে বিশ্বের বড় বড় ক্লাবকে হারিয়ে দেয়ার নজির রয়েছে আমাদের।’
যদিও ৩-১ ব্যবধানের হার সামলে পরের ধাপে যাওয়াটাকে চ্যালেঞ্জিং মনে করছেন কোপেনহেগেন কোচ নিস্ট্রাপ। তিনি বলেন, ‘২-১ ব্যবধান হলে ইতিহাদে আমরা কিছুটা সুবিধা পেতাম। কিন্তু ৩-১ ব্যবধান... যাই হোক, দেখা যাবে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়