যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত

দেশের অন্যতম পপসংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন বৃহস্পতিবার (২৫ জুলাই)। বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ শনিবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে শাফিন আহমেদের প্রথম জানাজা। ভার্জিনিয়ার একটি মসজিদে স্থানীয় সময় বাদ জুমা এ জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন হাজারো মানুষ। জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান সেখানকার স্থানীয় বাঙালিরা। এ সময় উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে শাফিন আহমেদের পরিবার।

শাফিন আহমেদের ছেলে আজরাফ আহমেদ বলেন, ‘বাবার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। তাকে আনতে মা সেখানে গেছেন। অনেক ধরনের প্রসেস আছে, সে প্রসেসগুলো সম্পূর্ণ করার চেষ্টা চলছে।’ জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে শিল্পীর মরদেহ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবার।

দাফনের বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বনানীতে দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে শাফিনকে দাফন করা হবে বলে শোনা যাচ্ছে। শাফিন আহমেদকে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল বড় ভাই হামিনের। কিন্তু শাফিনের দাফন, কবরস্থানের জায়গা নিশ্চিত করাসহ বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশে থাকতে হয়েছে তাকে।  গত (২৫ জুলাই) বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ।

গত ২০ জুলাই তার ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাফিন আহমেদ বাংলাদেশি সংগীতশিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ডের সদস্য। বর্তমানে তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এ ছাড়া বেশ কিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে। 

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সংগীতশিল্প
এই বিভাগের আরও খবর
১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন আরিফিন শুভ

১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন আরিফিন শুভ

মানবজমিন
‘আলো আসবেই’ গ্রুপ চ্যাট প্রসঙ্গে ভুল স্বীকার করলেন সাইমন সাদিক

‘আলো আসবেই’ গ্রুপ চ্যাট প্রসঙ্গে ভুল স্বীকার করলেন সাইমন সাদিক

কালের কণ্ঠ
ছাত্রদের গায়ে গরম পানি ঢালার পরামর্শ, অরুণাকে কী বললেন পরীমণি

ছাত্রদের গায়ে গরম পানি ঢালার পরামর্শ, অরুণাকে কী বললেন পরীমণি

ভোরের কাগজ
আওয়ামীপন্থী তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট ভাইরাল

আওয়ামীপন্থী তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট ভাইরাল

কালের কণ্ঠ
পর্দার হাসিনা কোথায় আছেন

পর্দার হাসিনা কোথায় আছেন

যুগান্তর
শাকিব-সিয়ামের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ!

শাকিব-সিয়ামের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ!

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া