যে কারণে নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিলেন তামিম

অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার আগেই বুধবার ফেসবুকে লাইভে এলো তামিম ইকবালের এ ঘোষণা।

লাইভে তিনি বিশ্বকাপে খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করেন।

তামিম বলেন, আমি কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই এবং চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সঙ্গে কিছু জিনিস শেয়ার করেছি। যেটি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি ওনাদের বলেছি— আমার মনে হয় না যে, আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। আই অ্যাম নট অ্যাভেইলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ।
না খেলতে চাওয়ার বড় কারণ হিসেবে তামিম উল্লেখ করেন গেম টাইমকে।  তামিম বলেন, আমার কাছে মনে হয় যে, গেম টাইম ইজ ওয়ান অব দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েক দিন ধরে খেলছি না এ ফরম্যাটটা। 

এরপর ইনজুরির কথা বলেছেন ড্যাশিং এ ওপেনার। ইনজুরির কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি তামিম ইকবাল।  উদ্বোধনী এ ব্যাটসম্যান বলেন, সেকেন্ডলি ইনজুরি। বাট ইনজুরি আমার মনে হয় না অতবড় সমস্যা। আমি আশা করি ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব।

২০১৮ সালের পর থেকে গত তিন বছর মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। এমন অবস্থায় প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে। বিষয়টি হয়তো তামিমকে ভাবিয়েছে। 

তিনি বলেন, যেহেতু আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না ফেয়ার হবে তাদের প্রতি, যদি হঠাৎ করে এসে আমি তাদের জায়গাটা নিয়ে নিই। হয়তো বা আমি বিশ্বকাপ দলে থাকতাম। আমি এটা জানি না।বাট এটা আমি মনে করি হয়তোবা আমি থাকতাম। বাট আমার কাছে মনে হয় না এটা ফেয়ার হতো। 

নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে তামিম ইকবাল বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এটিতেই অটল থাকব। এখানে নতুন করে বলার কিছু নেই। সব কারণ বলে দিয়েছি। এখানে কোনো বিতর্ক নেই। বিতর্ক হওয়ার কিছু নেই।
এই বিভাগের আরও খবর
টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

কালের কণ্ঠ
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া