যে কারণে ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধন বাড়াচ্ছে সিটি ব্যাংক

দেশের বেসরকারি খাতের দি সিটি ব্যাংক তাদের অনুমোদিত (অথরাইজড) মূলধন বাড়াচ্ছে। ব্যাংকটি তাদের বর্তমান অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি থেকে বাড়িয়ে দুই হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া ঘোষণা অনুযায়ী, ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়ানো হবে। বাংলাদেশ ব্যাংক ও শেয়ারধারীদের অনুমোদনের পর এ মূলধন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে।

মূলধন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়ছে। ইতিমধ্যে ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। সর্বশেষ ২০২২ সালের জন্য আমরা ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছি। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের পর এ লভ্যাংশ কার্যকর করা হলে তাতে পরিশোধিত মূলধন আরও ২৪ কোটি টাকা বেড়ে যাবে। এর বাইরে আমরা নতুন করে বিদেশি ইকুইটি (মূলধন) বিনিয়োগ আনারও চেষ্টা করছি। যদি বিদেশি বিনিয়োগ চলে আসে, তাতে পরিশোধিত মূলধন আরও বেড়ে যাবে।’

মাসরুর আরেফিন আরও বলেন, ‘মূলধন বাড়ানোর বিষয়টি বেশ সময়সাপেক্ষ। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারধারীদের অনুমোদন নিতে হয়। সামনে যেহেতু আমাদের এজিএম রয়েছে, তাই আমরা আগেভাগে অনুমোদিত মূলধন বাড়ানোর কাজটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ভবিষ্যতে পরিশোধিত মূলধন বাড়ানোর কাজটি সহজে করা যায়।’

যেকোনো কোম্পানির বা ব্যাংকের পরিশোধিত মূলধন বলতে সেই মূলধনকে বোঝায়, যা ওই ব্যাংকের বা কোম্পানির শেয়ারধারীদের সরাসরি বিনিয়োগের অংশ। আর অনুমোদিত মূলধন বলতে বোঝায় ওই কোম্পানি বা ব্যাংকের যে পরিমাণ শেয়ার বিক্রির আইনগত অধিকার রয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনো ব্যাংকের পরিশোধিত মূলধন এক হাজার কোটি টাকা। আর অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। তার মানে, ওই ব্যাংকে শেয়ারধারীদের মূলধন বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকা। আর দেড় হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন মানে ব্যাংকটি ভবিষ্যতে নতুন করে আরও ৫০০ কোটি টাকার সমমূল্যের শেয়ার ইস্যু করতে পারবে, যার অনুমোদন অনুমোদিত মূলধনের মাধ্যমে আগেই নেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
আমদানি নির্ভরতার কারণে দেশে গম-আটার বাজার চড়া

আমদানি নির্ভরতার কারণে দেশে গম-আটার বাজার চড়া

নয়া দিগন্ত
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, দেশে কমতে পারে দাম

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, দেশে কমতে পারে দাম

কালের কণ্ঠ
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

বাংলা ট্রিবিউন
টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

দৈনিক ইত্তেফাক
বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

দৈনিক ইত্তেফাক
মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়