রংপুরকে হারিয়ে বিপিএল ফাইনালে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী হলো সিলেট স্ট্রাইকার্স।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর রাইডার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ব্যাটার তৌহিদ হৃদয় ও নাজমুল শান্ত। উদ্বোধনী জুটিতে ৬৫ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর ৩০ বলে ৪০ রান করে আউট হন নাজমুল শান্ত।

শান্তর বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান আরেক ওপেনার তৌহিদ হৃদয়। দলীয় ৭৭ রানে ২৫ বলে ২৫ রান করে ফিরে যান তৌহিদ হৃদয়। এরপর জাকির হাসান ও মাশরাফি মিলে রানের চাকা সচল রাখেন। তবে দলীয় ১০১ রানে ১৩ বলে ১৬ রান করে ফিরে যান জাকির হাসান। এরপর ক্রিজে আসা রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ব্যাটিং করতে থাকেন মাশরাফি। কিন্তু দলীয় ১৩২ রানে ৬ বলে ১৫ রান করে আউট হন বার্ল।

বার্লের বিদায়ের পর পরই দলীয় ১৩৪ রানে ১৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান মাশরাফি। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মুশফিক। দলীয় ১৪২ রানে ৫ বলে ৬ রান করে ফিরে যান মুশফিক। এরপর জর্জ লিন্ডে ও থিসারা পেরেরা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে ইনিংসে শেষ ওভারে দলীয় ১৭৮ রানে ১৫ বলে ২১ রান করে আউট হন থিসারা পেরেরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স।

জর্জ লিন্ডে ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে হাসান মাহমুদ ও দাসুন শানাকা নেন দুটি করে উইকেট।

১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। দলীয় ৩ রানে ৪ বলে ১ রান করে আউট হন স্যাম বিলিংস। এরপর ক্রিজে আসা শামিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন রনি তালুকদার। তবে দলীয় ৩৪ রানে ভালো ব্যাটিং করতে থাকে শামিম আউট হন। ১১ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান শামিম হোসেন। এরপর ক্রিজে এসে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নিকোলাস পুরান। তবে দলীয় ৬৮ রানে ১৪ বলে ৩০ রান করে আউট হন পুরান।

একদিকে উইকেট হারালেও অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন ওপেনার রনি তালুকদার। নিজের অর্ধশতক পূরণ করেন রনি। অন্যদিকে রনিকে যোগ্য সঙ্গ দিতে থাকেন নুরুল হাসান সোহান। রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। তবে দলীয় ১৫০ রানে সোহান আউট হলে ৮২ রানের জুটি ভাঙ্গে। ২৪ বলে ৩৩ রান করে আউট হন সোহান। সোহানের বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন রনি তালুকদার। দলীয় ১৫১ রানে ৫২ বলে ৬৬ রান করে রান আউট হন রনি। এরপর দলীয় ১৫৫ রানে উডের বলে দারুণ ক্যাচে মেহেদীকে ফেরান উইকেটরক্ষক জাকির হাসান। ৫ বলে ২ রান করে আউট হন মেহেদী। রংপুরের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ২৪ রান।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া