রংপুরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ-থানায় হামলা, আহত ৬০

রংপুরের হারাগাছ এলাকার নতুন বাজার পাকার মাথা এলাকায় তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। স্থানীয়রা দাবি করেছেন, ঘটনার পর ৫-৬ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ।

সোমবার গভীর রাতের এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হারাগাছ থানায় হামলা চালিয়ে আসবাবপত্রসহ মালামাল ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।

তাজুল ইসলাম পুলিশি নির্যাতনে নিহত হয়েছেন- এমন খবর ছড়িয়ে পড়ার পর মূলত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ দাবি করছে, ওই ব্যক্তি একজন মাদকসেবী ও কারবারী। সোমবার সন্ধ্যায় এক অভিযানে আটক হওয়ার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তবে, তাজুল ইসলাম মাদক সেবী বা কারবারী নয় বলে দাবি করছে স্থানীয়রা। 

হারাগাছের নয়া টারী এলাকার বাসিন্দা ছিলেন তাজুল। তার ছোট ভাই লোটাস মিয়া জানান, দরদী স্কুলের পূর্বপাশে তেপতি বছি বানিয়া এলাকা থেকে পুলিশ তার ভাইকে আটক করে। পরে তিনি জানতে পারেন তাজুল মারা গেছেন। রাত ১১টার দিকে পুলিশ তার লাশ থানায় নিয়ে যায়।  

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তার পরপরই নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সুবিধাবাদী উচ্ছৃঙ্খল লোক থানায় হামলা করে ব্যাপক ক্ষতি করেছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের কাজে বাধা ও থানায় হামলা-ভাংচুর এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। তবে মামলা দুটি এখনো রেকর্ডভুক্ত হয়নি।

হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম ফিরোজ জানান, নিহত তাজুলের নামে কাউনিয়া থানায় একটি মাদক আইনে মামলা রয়েছে।  তার নামে ওয়ারেন্টও ছিল। কয়েক মাস আগে তাকে মাদকসহ আটক করা হয়েছিল। 

ঘটনার ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি) আবু মারুফ হোসেন বলেন, তাজুলের মৃত্যু পুলিশি নির্যাতনে হয়নি। সেটা স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও জানেন। খবর ছিল তার কাছে মাদক রয়েছে। পুলিশ অভিযানে গেলে তিনি পালিয়ে যেতে দৌড় দেন। তার কাছে হেরোইন পাওয়া গেছে। আটকের কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 
এই বিভাগের আরও খবর
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নয়া দিগন্ত
১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

প্রথমআলো
থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

কালের কণ্ঠ
তীব্র গরমে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ট গ্রামাঞ্চলের মানুষ

তীব্র গরমে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ট গ্রামাঞ্চলের মানুষ

জনকণ্ঠ
আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি

আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়