নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। তবে এই সফর বাতিল হলেও এবার পাকিস্তানে গিয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। এ কারণে দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি রমিজ রাজার সঙ্গে আলোচনায় বসতে চায় আফগানিস্তান।
নিরাপত্তার অজুহাতে শেষ মুহূর্তে সিরিজ না খেলেই পাকিস্তান ছেড়ে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ নিয়ে শুরু হয়েছে নানা পক্ষের আলোচনা-সমালোচনা। নিউজিল্যান্ডের পথ ধরে ইংল্যান্ডও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। আগামী ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড পুরুষ দলের। নারী দলেরও পাকিস্তানে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু তার আগে সফরই বাতিল করে দেয় ইসিবি।
নিউজিল্যান্ড, ইংল্যান্ড যে পথে হেঁটেছে ঠিক উল্টো পথে আফগানিস্তান। পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে চায় যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। আর এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার সঙ্গে বৈঠকে বসতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সভাপতি আজিজুল্লাহ ফজলি।
এ খবর নিশ্চিত করছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। জানা গেছে, সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার (২৬ সেপ্টেম্বর) লাহোরে যাবেন এসিবি সভাপতি আজিজুল্লাহ ফজলি।
পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বিশ্বস্ত সংবাদমাধ্যমগুলো বলছে, এই বছর পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে চায় আফগানিস্তান। আফগান বোর্ডের সভাপতি এই বিষয়ে আলোচনা করবে রমিজ রাজার সঙ্গে।
সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু তালেবানদের ক্ষমতা গ্রহণের পর সেই সিরিজটি স্থগিত করা হয়।
এদিকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটি স্থগিত হয়ে যাওয়ায় বিশ্বকাপের আগে আর ম্যাচ খেলা হচ্ছে না পাকিস্তানের। সিরিজ বাতিলের পর ক্ষোভ প্রকাশ করে রমিজ রাজা বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপকে প্রতিশোধের মঞ্চ বানাতে চান। সে জন্য পাক ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন তিনি। ক্ষোভের জবাব বাইশ গজে দেওয়ার পরামর্শ পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটারের।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়