রমিজের সঙ্গে আলোচনায় বসতে চায় আফগানিস্তান বোর্ড

নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। তবে এই সফর বাতিল হলেও এবার পাকিস্তানে গিয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। এ কারণে দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি রমিজ রাজার সঙ্গে আলোচনায় বসতে চায় আফগানিস্তান।

নিরাপত্তার অজুহাতে শেষ মুহূর্তে সিরিজ না খেলেই পাকিস্তান ছেড়ে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ নিয়ে শুরু হয়েছে নানা পক্ষের আলোচনা-সমালোচনা। নিউজিল্যান্ডের পথ ধরে ইংল্যান্ডও পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। আগামী ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড পুরুষ দলের। নারী দলেরও পাকিস্তানে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু তার আগে সফরই বাতিল করে দেয় ইসিবি।


নিউজিল্যান্ড, ইংল্যান্ড যে পথে হেঁটেছে ঠিক উল্টো পথে আফগানিস্তান। পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে চায় যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। আর এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার সঙ্গে বৈঠকে বসতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সভাপতি আজিজুল্লাহ ফজলি।

এ খবর নিশ্চিত করছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। জানা গেছে, সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার (২৬ সেপ্টেম্বর) লাহোরে যাবেন এসিবি সভাপতি আজিজুল্লাহ ফজলি।

পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বিশ্বস্ত সংবাদমাধ্যমগুলো বলছে, এই বছর পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে চায় আফগানিস্তান। আফগান বোর্ডের সভাপতি এই বিষয়ে আলোচনা করবে রমিজ রাজার সঙ্গে।

সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু তালেবানদের ক্ষমতা গ্রহণের পর সেই সিরিজটি স্থগিত করা হয়।

এদিকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটি স্থগিত হয়ে যাওয়ায় বিশ্বকাপের আগে আর ম্যাচ খেলা হচ্ছে না পাকিস্তানের। সিরিজ বাতিলের পর ক্ষোভ প্রকাশ করে রমিজ রাজা বলেন, ‌নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপকে প্রতিশোধের মঞ্চ বানাতে চান। সে জন্য পাক ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন তিনি। ক্ষোভের জবাব বাইশ গজে দেওয়ার পরামর্শ পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটারের।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া