একশ রান অবধি ভালোই খেলছিল বাংলাদেশ। ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৪ রান। লিটন অপরাজিত ছিলেন ৫৬ রানে।
আশা করা হচ্ছিল, গত ম্যাচের মতো আজকের বড় লক্ষ্য ছুড়ে দিতে পারবে বাংলাদেশ।
আর সেই আশাকে ধূলিসাৎ করে বাংলাদেশ প্যাকেট হয়ে গেল ১৯২ রানে। লিটন তার স্বরূপেই ছিলেন। ১১৩ বলে ৭ বাউন্ডারিতে ৮৬ রান করেছেন তিনি।
কিন্তু তাকে সাপোর্ট দিতে পারলেন না সাকিব-মুশফিক-মাহমুদউল্লাগ-আফিফদের কেউ।
স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে ৭১ রানেই ৮ উইকেট হারিয়ে কুপোকাত বাংলাদেশ।
জিততে হলে আফগানিস্তানকে পার করতে হবে ১৯৩ রানের সহজ লক্ষ্য।
আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস এ ম্যাচেও ছিলেন অনবদ্য। একপ্রান্ত ধরে রেখে অপরপ্রান্তের ব্যাটারদের আসা-যাওয়া দেখেছেন।
লিটন ৮৬ রানে আউট হলেও বাকিরা সুবিধা করতে পারেননি। বড় কোনো জুটি গড়া হয়নি আজ। লিটনের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাকিবের ব্যাট থেকে, মাত্র ৩০। দ্বিতীয় সর্বোচ্চ রান মাহমুদউল্লাহ রিয়াদের। ৫৩ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। পার্টনার না পেয়ে নিজের স্কোর বড় করতে পারলেন না তিনি।
মূলত সাকিবের আউট দিয়ে যে ধসের শুরু তাতে বাধ দিতে পারেননি কেউই। মাঝের ওভারগুলোতে রশিদ খান ও মোহাম্মদ নবির বলে উইকেট হারায় স্বাগতিকরা বাংলাদেশের শেষ ৯ উইকেট পড়েছে কেবল ৮৮ রানে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়