রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ২৭৪ রানে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা। দিনশেষে বিনা উইকেটে ১০ রান নিয়ে রবিবার ম্যাচের তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দিনের ৯ম ওভারেই ৫ উইকেট হারিয়েছে দলীয় ২৬ রানে।
দিনের প্রথম থেকেই পাকিস্তানের দুই পেসার খুররম শাহজাদ আর মির হামজা দুর্দান্ত লাইনে বোলিং করেছেন। এতে বেশি বিপর্যস্ত ছিলেন জাকির হাসান। একটি এলবিডব্লু থেকে ও একটি ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। তবে শেষ পর্যন্ত একই ফাঁদে পড়ে ক্যাচ দিয়ে শাহজাদের শিকার হন জাকির। মাত্র ১ রান করেন তিনি।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেক দিন ধরেই ফর্মে নেই। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন তিনি এসেই একটি বাউন্ডারি হাঁকিয়ে শাহজাদের পেসে বোল্ড হয়ে। তার আগে ওই ওভারের প্রথম বলে সাদমান ইসলামকেও (১০) বোল্ড করে দেন শাহজাদ।
শাহজাদ বাংলাদেশের টপ অর্ডারে রীতিমতো ভীতিকর হয়ে ওঠেন। তার জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ দল দিনের ৬ ওভার গড়াতেই।
এরপরে মির হামজাও থেমে থাকেননি। অভিজ্ঞ মুমিনুল হককে তিনি ফিরিয়েছেন কিছু বুঝে ওঠার আগেই। লিডিং এজ হয়ে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল ১ রানে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়