ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় নাম উল্লেখ না করে চিত্রনায়িকা পরীমনিকে দোষারোপ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিচ্ছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার দুপুর ১টার দিকে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন।
অভিনেত্রী বলেন, ‘আমি ইতোমধ্যে কথা বলেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছি। রিলেশন যাই-ই হোক, একজনের ফোন নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ এমনটা করে, সেটা ঠিক নয়।’
তিনি আরও বলেন, রাজই যদি জানায় ছবি ও ভিডিও পরীমনি ফাঁস করেছে, তাহলে কী হবে?
এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও প্রকাশের ঘটনার কিছুক্ষণ পর রাত ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনায় এক প্রতিক্রিয়া জানান সুনেরাহ।
এ অভিনেত্রী ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া প্রতিক্রিয়া স্ট্যাটাসে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। তবে কোনো ব্যক্তি বা কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, তা উল্লেখ ছিল না। এ কারণে তার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বলেন, ‘যারা ছবি ও ভিডিওগুলো ডাউনলোড করে ছড়িয়ে দিচ্ছে এবং হেনস্তা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় ফেসবুক স্ট্যাটাসে আকার-ইঙ্গিতে পরীমনিকে দোষারোপ করেছেন সুনেরাহ। পরীমনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘না, সেরকম কোনো চিন্তা না। রাজ আমার এতটাই ভালো বন্ধু, সে আসলেই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ওর বিয়ের পর কোনো ধরনের যোগাযোগ ছিল না। আমরা সবাই অবশ্যই এটা চাই—জীবনে অনেক সুখী থাকুক সে। মাঝে একবার কথা হয়েছিল, ওর সন্তানকে দেখতে যাওয়ার ব্যাপারে। দ্বিতীয়বার হয়তো কাজ নিয়ে টুকটাক কথা, এরপর কাজে ডাবিংয়ের সময় একটা সেলফি তোলা। সেলফিটাও শুধু ওর (শরিফুল রাজ) সঙ্গে না, সেখানে উপস্থিত সবার সঙ্গে ছিল।’
শরিফুল রাজের জীবনসঙ্গী পরীমনি প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘একজন মানুষের জীবনসঙ্গী কেমন, এমন হলে রাজ তো কাজও করতে পারবে না। কিছুক্ষণ আগেই রাজের সঙ্গে কথা হয়েছে আমার। বললাম, দোস্ত এটা কেমন কথা, এসব কী হচ্ছে। তোর তো কথা বলতে হবে। তোর আশপাশের সবাই বিষয়টি ফেস করছে। ও (শরিফুল রাজ) অবশ্য পরে এ ব্যাপারে কথা বলবে বলে জানিয়েছে।’
‘আমার কথা বাদই দিলাম। আমি তো জানি আমি ভুল কিছু করিনি। এমনটা হলে আমি আপনাদের সঙ্গে কথাও বলতাম না। পাঁচ বছর আগের ফ্রেন্ডদের ক্যাজ্যুয়াল একটি ভিডিও নিয়ে কেউ যদি এমনটা করে, তাহলে সেটা খুবই দুঃখের এবং একইসঙ্গে ফানি। সে (পরীমণি) হয়তো দেখতে গিয়েছিল আমার সঙ্গে ওর (শরিফুল রাজ) কিছু আছে কিনা, দেখেছে কিছু নেই; রাগ ঝাড়তে হয়তো এটা করেছে। যেটা আসলে একজন সুস্থ মানুষের কাজ না’ বলেও যোগ করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ।
এ অভিনেত্রী ফেসবুক স্ট্যাটাসে আরও দাবি করেছেন, ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় শরিফুল রাজের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। অভিনেতার সঙ্গে কথা বললে এ ব্যাপারে তিনি কী বলেছেন জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘নাহ্। আইডি হ্যাকড হয়নি। ওর ফোন নিয়ে করা হয়েছে এসব।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়