বধূ বেশে পালকিতে চড়ে এলেন ঢাকাই সিনেমা অনিন্দ্য সুন্দরী নায়িকা পরী মনি। আর সেই পালকি কাঁধে এলেন তারই বর শরিফুল রাজ। ব্যাকগ্রাউন্ডে বাজছিল বিয়ের বাদ্য। যেন পুরোপুরি বিয়ের আমেজ। তাদের সঙ্গে বরযাত্রী ও কনে যাত্রী হয়ে এলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমসহ অনেকেই।
বুধবার(৯ মার্চ) রাজধানীর একশ ফিট এলাকার শেফট টেবিল কোট সাইটে দেখা গেলো বিয়ের আয়োজন । কারণ এখানে পরী মনি ও শফিকুল রাজ অভিনীত ‘গুণিন’ ছবির প্রিমিয়ার এবং মিট দ্য প্রেস। এই ছবির শুটিং করতে এসেই একে অপরের কাছাকাছি এসেছেন রাজ-পরী। করেছেন বিয়ে। আর এখন তো বাবা-মা হওয়ার অপেক্ষা!
‘গুণিন’ ছবিতেও বর-বধূ সাজে বিয়ের দৃশ্য রয়েছে তাদের। তাই বাস্তবেই বর-বধূ সাজে ছবিটির প্রিমিয়ারে হাজির হলেন তারা। আগামী ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুণিন’। মুক্তির আগে তাই প্রচারণার অংশ হিসেবে এই আয়োজন।
পরী মনি ভাষ্য, গুণিনের মাধ্যমেই আমাদের পরিচয়। এই ছবিতেও বিয়ে করি আমরা। তাই আজকে এই সাজ। ধরতে পারেন এটা আমাদের বিয়ে-পরবর্তী সংবর্ধনার আয়োজন।
শরিফুল রাজ বলেন, বলতে গেলে তেমন আয়োজন করে তো আমাদের বিয়ে করা হয়নি। আজ সেটা হলো গুণিন ছবির মাধ্যমেই। কিন্তু পরীকে পেয়েছি। সেই গুণিনই আমাদের বিয়ের আয়োজন করল আবার। খুব ভালো লাগছে। আশা করি, ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন।
‘গুণিন’ পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমা হলে রিলিজের পর এটা ওটিটি প্লাটফর্ম চরকিতেও দেখা যাবে। এই ছবির গল্পকে পরিচালক অন্তঃজ শ্রেণির গল্প বলে আখ্যায়িত করলেন।
তিনি বলেন, হাসান আজিজুল হকের একটি ছোট গল্প এটি। যা পড়ে আমি সিনেমার চিত্রনাট্য করি। এটার মূল অনেক কিছু বিষয় আছে, আমাদের আদিম গ্রাম, সমাজ, আমাদের মানুষের যে মনস্তত্ব-এই পূর্ববঙ্গের, মানুষের সহজাত প্রবৃত্তি, প্রেম-প্রতারণা এবং কিছুটা রহস্যও পাওয়া যাবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়