রাতে ব্রাজিল, ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামীকাল ভিন্ন ম্যাচে মাঠে নামছে এই দুই চির-প্রতিদ্বন্দ্বী। শুরুতে আসা যাক বতর্মান চ্যাম্পিয়নদের দিয়ে। দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে লিওনেল মেসির দল। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭ জয়ে ২২ পয়েন্ট আলবিসেলেস্তেদের। 

নিজেদের ১১তম ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের ঘরের মাঠ ডিফেন্সরস দেল চাকো স্টেডিয়ামে। মেসি বাহিনী টেবিলে সবার ওপরে অবস্থান করলে স্বস্তি নেই প্যারাগুয়ে শিবিরে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১০ ম্যাচ খেলে মাত্র তিন জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান দেশটির। বিশ্বকাপের মূল পর্বের খেলার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। 

যার কারণে এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক স্বাগতিকরা। ইতোমধ্যে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ঘোষণা বিশ্বকাপ বাছাই পর্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে কোনো দর্শক প্রবেশ করতে পারবে না। বিশেষ করে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে আসার বিষয়ে কড়া সতর্ক আবস্থানে দেশটি। যদিও প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, বরং ঘরের মাঠের পূর্ণ সুবিধা নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে। 

আর্জেন্টাইন ভক্তদের জন্য সুখবর হচ্ছে-দুই ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচের মধ্যে দিয়ে মাঠ ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়াও লিওনেল মেসি তো আছেনই। সবশেষ ম্যাচে বলিভিয়ায় হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন কিংবদন্তি। পারফরম্যান্স, অভিজ্ঞতা কিংবা পরিসংখ্যান সবদিক দিয়ে এই ম্যাচে ফেভারিট আলবিসেলেস্তেরা। 

অন্যদিকে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের ম্যাচের আগেই রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার ঘরের মাঠ মাতুরিন মনুমেন্টাল স্টেডিয়ামে। যদিও সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ২০২৬ যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১০ ম্যাচ খেলে পাঁচ জয় নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে সেলেসাওরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। 
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া