বুন্দেসলিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্লিং হলান্ড ও রবার্ট লেভানদোভস্কির পথটা এখন ভিন্ন হলেও আবার তারা মাঠে নামছেন একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে। ক্লাব প্রীতি ম্যাচে বুধবার (২৪ আগস্ট) রাতে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি।
ক্যাম্প ন্যুয়ে বাংলাদেশ সময় ম্যাচটি মাঠে গড়াবে রাত ১টা ৩০ মিনিটে।
বুন্দেস লিগায় বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে হলান্ড আর বায়ার্ন মিউনিখের হয়ে খেলতেন লেভানদোভস্কি। লিগ ম্যাচ ছাড়াও সুপার কাপ, ডিএফবি পোকাল কাপে প্রায়ই একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতেন। তবে নতুন মৌসুমে একজন স্প্যানিশ লা লিগায় আর অন্যজন ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেয়ায় ফুটবল সমর্থকরা আক্ষেপে পুড়েছেন এ ভেবে যে পোলিশ ও নরওয়েজীয় মাঠের লড়াই বুঝি আর দেখা যাবে না।
একই লিগে না খেললেও উয়েফার প্রতিযোগিতামূলক ম্যাচগুলোতে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। তবে সম্ভাবনাকে আগেই নিশ্চিত করে দিয়ে দুই তারকা একজন আরেকজনের মুখোমুখি হচ্ছেন ক্লাব প্রীতি ম্যাচে। এবার বার্সার হয়ে লেভানদোভস্কি আর সিটির হয়ে লড়াই করবেন হলান্ড।
এদিকে নতুন ক্লাবের হয়ে ইতোমধ্যে বেশকিছু ম্যাচ খেলে ফেলেছেন দুই তারকা ফুটবলারই। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জোড়া গোলের দেখা পেয়েছেন হলান্ড। তিন ম্যাচে তার গোল সংখ্যা ৩টি। অন্যদিকে লা লিগায় নিজের অভিষেক ম্যাচে গোলের দেখা না পেলেও দ্বিতীয় ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোল করেছেন লেভানদোভস্কি। নতুন পরিবেশে গিয়েও দুই তারকাই আছেন তাদের চিরচেনা ফর্মে। এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়