আধুনিক ফুটবলের সেরা ডিফেন্ডার সার্জিও রামোস। বয়সে চৌত্রিশকেও ছাড়িয়ে গেছেন। আগামী জুনের ৩০ তারিখে রিয়াল মাদ্রিদের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে যাবে স্প্যানিশ এই তারকা ফুটবলারের। এরপর যে কোন ক্লাবেই চলে যেতে পারবেন ফ্রিতে। রামোসকে তাই নেয়ার জন্য অনেকগুলো ক্লাবই আগ্রহ দেখাচ্ছে। এবার এই তালিকায় উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, আগামী দুই বছরের জন্য রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ ডিফেন্ডারকে দলে ভেড়াতে প্রস্তুত ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি।
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন সার্জিও রামোস। এর পরের গল্পটা শুধুই এগিয়ে চলার। এখন পর্যন্ত দলটির হয়ে ৭৪৩ ম্যাচ খেলে ১০৫ গোল করেছেন এই ডিফেন্ডার। দীর্ঘ সময় সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার পর গত বছর ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছিলেন স্প্যানিশ ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। দীর্ঘদিনের প্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ থেকেই বিদায় নিতে চেয়েছিলেন তিনি। এরপরই রামোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কথা বলে রিয়াল। কিন্তু স্প্যানিশ ক্লাবটি এক বছরের বেশি চুক্তির মেয়াদ বাড়াতে চায় না। সেইসঙ্গে কিছু শর্তও জুড়ে দেয়া হয়। এর মধ্যেই অবশ্য গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি উঠে আসে। সেই প্রেক্ষাপটে অভিজ্ঞ এই রক্ষণসৈনিককে দলে ভেড়াতে আগ্রহী হয়ে উঠে ইউরোপের কিছু শীর্ষ সারির ক্লাব। সর্বশেষ এই তালিকায় যোগ হয় ম্যানইউর নাম।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়