রামোসের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

সুইজারল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পর্তুগাল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচে ফার্নান্দো সান্তোষ ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে মাঠ থেকে তুলে নেওয়ার পর ক্ষুব্ধ অঙ্গভঙ্গি দেখান তিনি। শঙ্কা সত্যি করে এদিন তাই অধিনায়ক ও বড় তারকাকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান পর্তুগিজ কোচ।

রোনাল্ডোকে ছাড়াই ছন্দময় ফুটবল উপহার দেয় পর্তুগাল। ১৭ মিনিটেই গোলমুখ খোলেন গঞ্জালো রামোস। ৩৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন পেপে। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করেন রামোস। পর্তুগিজদের একতরফা দাপটের ম্যাচে ৫৫ মিনিটে সেটিকে ৪-০ তে রূপ দেন র‌্যাফেল গুয়েরেইরো। এক হালি খাওয়ার পর সুইজারল্যান্ডের সান্ত¦না ৫৮ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান ৪-১এ নামিয়ে আনেন ম্যানুয়েল আকাঞ্জি।

৬৭ মিনিটে আরও একবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আসরে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান ২১ বছরের তরুণ গঞ্জালো রামোস। দল এগিয়ে যায় ৫-১ ব্যবধানে। সুইজারল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে এক্সটা টাইমে (৯০+২) ব্যবধান ৬-১ করেন রাফায়েল লিয়াও। সেমিফাইনালের টিকিট পেতে আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল।

বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো শুরুর একাদশে নেমে অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন গঞ্জালো রামোস। হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন এই তরুণ। দ্বিতীয় পর্তুগিজ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে হ্যাটট্রিক করলেন তিনি। ১৯৬৬ আসরে কোয়ার্টার-ফাইনালে উত্তর কোরিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন গ্রেট ইউসেবিও।

দারুণ এ জয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। এর আগে সর্বশেষ ২০০৬ সালে রাউন্ড সিক্সটিনের বাধা পেরিয়েছিল তারা। ১৯৬৬ সালে প্রথমবার বিশ্বকাপে পা-রেখে তৃতীয় হওয়াই দলটির সেরা সাফল্য। আসরে প্রথম দুই ম্যাচে একেবারে শেষদিকে রোনালদোর বদলি হিসেবে নামার সুযোগ পান গঞ্জালো রামোস। দলের সেরা তারকার জায়গায় এবার তাকে শুরুর একাদশে রাখেন কোচ।

প্রথমবারের মতো জাতীয় দলে একাদশে নেমে ১৭ মিনিটের মাথায় জালের দেখা পেলেন বেনফিকার এই ফরোয়ার্ড। গোলটাও কী দুর্দান্ত! বাঁ দিক থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল ধরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে দুরূহ কোন থেকে নেন বুলেট গতির শট, কাছের পোস্ট ঘেঁষে বল খুঁজে নেয় ঠিকানা। গোলরক্ষক ইয়ান সমেসের যেন বিশ্বাসই হচ্ছিল না।

৩০তম মিনিটে অন্যপাশে হতে পারত আরেকটি চমৎকার গোল। অনেক দূর থেকে জেরদান শাচিরির দুর্দান্ত ফ্রি কিকে বল রক্ষণ দেওয়ালের ওপর দিয়ে বাঁক খেয়ে ঝাঁপিয়ে পড়া দিয়েগো কস্তার আঙুল ছুঁয়ে যায় বাইরে। এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ফার্নান্দেসের কর্নারে লাফিয়ে উঠে নেওয়া হেডে গোলটি করেন পেপে। নক আউট পর্বে সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে গোল করার অনন্য কীর্তি গড়েছেন এ খেলোয়াড়। 

পর্তুগিজ ডিফেন্ডার এর আগেও একাধিকবার কর্নার থেকে হেডে গোল করেন। ৩৯ বছর বয়সী পেপে নিজের শেষ বিশ্বকাপ খেলতে এসে এমন গোলে নিশ্চয়ই উচ্ছ্বসিত। ৪৩তম মিনিটে ব্যবধান বাড়তে পারত আরও। দারুণ এক প্রতি-আক্রমণে ডিফেন্ডারদের পেছনে ফেলে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে শট নেন ২১ বছর বয়সী রামোস। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক সমের।

বিরতি থেকে ফিরে এসে আবার গোল অভিষিক্ত রামোসের। ম্যাচের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ডানপ্রান্ত থেকে দিয়াগো ডালোটের ক্রস থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান রামোস। গোলরক্ষক সোমারের পায়ের নিচ দিয়ে বল খুঁজে পায় ঠিকানা। ৩-০ গোলে এগিয়ে পর্তুগাল।
৫৫ মিনিটে পর্তুগাল চতুর্থ গোলের দেখা পায়। এবার গোল করেন রাফায়েল জুরেরিও। কাউন্টার অ্যাটাকে মধ্যমাঠে বল পান রামোস। দৌড়ে ভেতরে ঢুকে ডি বক্সের ভেতরে রাফায়েলকে বল বাড়ান রামোস। সেখানে ফাঁকায় ছিলেন রাফায়েল। ঠাণ্ডা মাথায় এই লেফট ব্যাক লক্ষ্যভেদ করে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের স্বাদ পান। এর তিন মিনিট পরই সুইজারল্যান্ড নিজেদের প্রথম গোল করে।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া