মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের প্রথম দিন কর্তৃত্ব করেছেন ভারতের বোলাররা। দ্বিতীয় দিন ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখলেন শুভমন গিল-আজিঙ্কা রাহানেরা। কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া রাহানে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার ইনিংসে ভর করে চার টেস্টের দ্বিতীয়টিতে দ্বিতীয় দিন শেষে ২৭৭ রান তুলেছে ভারত। ৫ উইকেট হাতে রেখে লিড নিয়েছে ৮২ রানের।
প্রথমদিন স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে থাকায় ভারত। দিনের শেষটা ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে পাড়ি দেয় সফরকারীরা। দ্বিতীয় দিনও অভিষিক্ত শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা ভালো শুরু করেন। তারা সকালের ধকলটা কাটালেও শুভমন গিল ফিরে যান ৪৫ রান করে। এরপরই সাজঘরে ফেরেন ৭০ বলে ১৭ রান করা পূজারা। চারে ব্যাট করতে নেমে হানুমা বিহারী করেন ২১ রান। তাকে সঙ্গ দেওয়া শুরু করেন রাহানে। কিন্তু তাদের জুটিটা ৫২ রানের বেশি বড় হয়নি।
এরপর শট খেলতে পছন্দ করা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত করেন ৪০ বলে ২৯ রান। অফের বাইরে আনকোরা এক শট খেলে আউট হন তিনি। রাহানের সঙ্গে তিনি যোগ করেন ৫৭ রান। দলকে নেতৃত্ব দিতে নামা রাহানে এক পাশে ছিলেন অবিচল। তিনি টেস্ট সেরা অলরাউন্ডার জাদেজার সঙ্গে জুটি গড়ে দিনটা শেষ করেন। ভারতীয় অধিনায়ক অপরাজিত থাকেন ২০০ বলে ১২ চারে ১০৪ রানের ইনিংস খেলে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়