রিজার্ভ পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক

করোনা মহামারির মধ্যেই রিজার্ভে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। মহামারি কাটতে না কাটতেই শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সংকটে পড়লো গোটা বিশ্ব। যার আঁচ এসে পড়লো আমাদের রিজার্ভেও। সরকার যে রিজার্ভ নিয়ে শঙ্কিত, তা সংশ্লিষ্টদের কথাতেও স্পষ্ট। রিজার্ভ নিয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রীও।

সরকার রিজার্ভ কমার জন্য বৈশ্বিক পরিস্থিতি আর উন্নয়ন ব্যয়কে দায়ী করলেও অন্য আলোচনাও আছে এই ইস্যুতে।

রিজার্ভ কমে আসা, সংকট উত্তরণে করণীয় প্রভৃতি প্রসঙ্গ নিয়ে জাগো নিউজের মুখোমুখি হন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। দু’জনই অধ্যাপনা করছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।

মির্জ্জা আজিজুল ইসলাম তার আলোচনায় বলেন, ‘আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তার জন্য আমরা আগে থেকেই সাবধান করে বক্তব্য দিয়ে আসছি। সংকট হতে পারে, তা নানা সূচকেই প্রকাশ পাচ্ছিল। রিজার্ভ পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক। আমরা রিজার্ভ, রেমিট্যান্সের মোহ কেটে যাবে বলে উল্লেখ করেছিলাম। কিন্তু বিশেষজ্ঞদের কথা আমলে নেওয়া হয়েছে বলে মনে হয়নি। বরং সরকার সমালোচনা গ্রহণ করতেও নারাজ।’

‘৫০-এর কোটা থেকে রিজার্ভ এখন ৩৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে এবং এই নেমে আসার হার অত্যন্ত উদ্বেগজনক। যদিও আইএমএফ বলছে বাংলাদেশ রিজার্ভ কাউন্টিংয়ে ইন্টারন্যাশনাল নীতি ফলো করে না। এই নীতি ফলো করলে রিজার্ভ আরও কমে আসবে।’

সংকট উত্তরণে আপনার পরামর্শ কী? জবাবে এই অর্থনীতিবিদ বলেন, ‘বাংলাদেশের রিজার্ভ যে কয়টি উইংসের ওপর দাঁড়িয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এই রেমিট্যান্স বাড়ানো জরুরি। এর জন্য কী করণীয় সরকারের তা ভাবতে হবে। আরও প্রণোদনা দেবে নাকি বিদেশে শ্রমবাজার বাড়াবে, তা নিয়ে ভাবতে হবে।’

‘রপ্তানি আয় বাড়ানোর ওপর জোর দিতে হবে। রপ্তানি আয় কেন কমে যাচ্ছে, তা গুরুত্ব দিতে হবে। আর বহুমুখী রপ্তানির কথা আমরা বারবার বলে আসছি। আমরা পোশাকখাতের বাইরে আর কোনো খাতে তেমন গুরুত্ব দিতে পারিনি। অথচ, আমাদের বহু খাত রয়েছে, যা দিয়ে বিশ্ববাজারে প্রবেশ করা সম্ভব। উৎপাদমুখী উন্নয়ন করতে হবে।’

‘আমরা প্রচুর জিনিস আমদানি করে আসছি। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সবই আমদানি করি। অপ্রয়োজনীয় আমদানি ঠেকাতে হবে। বিলাসদ্রব্য আমদানি একেবারে বন্ধ করে দিতে হবে। আমদানির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বাইরে চলে যায়। মূলত বাইরে যে অর্থপাচার হয়ে আসছে, তা আমদানির অতি ব্যয়ের মাধ্যমেই।’

সরকার তো বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করছে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও সংকটের জন্য দায়ী। প্রধানমন্ত্রী অন্তত তাই বলতে চাইছেন। জবাবে তিনি বলেন, ‘আমি অসলে প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে কোনো মন্তব্য করি না। বৈশ্বিক পরিস্থিতি কিছুটা দায়ী তো বটেই। বিশ্বজুড়ে উৎপাদন কমে গেছে। আমদানিপণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেলে অতিরিক্ত টাকা বাইরে যাবেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রভাব ফেলছে সব ক্ষেত্রেই। যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তা ঠিক করতে একটু সময় লাগতে পারে। রেমিট্যান্স বাড়ানো, রপ্তানি আয় যদি বাড়ে তাহলে সংকট কিছুটা কমে যাবে। সবার আগে সুশাসন দরকার।’

প্রায় একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ড. সালেহউদ্দিন আহমেদ। এই বিশ্লেষক মনে করেন, ‘এত দ্রুত রিজার্ভ কমে যাওয়া অবশ্যই চিন্তার বিষয়। চলতি হিসাবের যে ভারসাম্য, তা অনেক নেগেটিভ। দেশের ইতিহাসে রিজার্ভ খারাপ অবস্থায় আছে। এর প্রভাব এরই মধ্যে দেখতে পাচ্ছি। টাকার মান ভয়াবহভাবে কমে যাচ্ছে। আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। জ্বালানি, খাদ্যদ্রব্যের ওপর প্রভাব পড়ছে। সার্বিক অবস্থা মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে। মানুষ তো আসলে ভালো নেই। জীবনের মান কমে যাচ্ছে। ’

সংকট আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের আরেকটি চিন্তার বিষয় হলো ২০২৪ সাল থেকে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। কিছু কিছু ঋণ আছে স্বল্পমেয়াদি। সময় এসে গেছে ঋণ শোধের। তার মানে সামনে আরও চাপ বাড়বে। আবার ঋণ সময়মতো শোধ করতে না পারলে, সুদ আরও বাড়বে।’

‘সবচেয়ে বিপদে আছে সাধারণ মানুষ। মধ্যবিত্তরা আসলে কোথাও যেতে পারছে না। তাদের সামনে কোনো পথ নেই। করোনার পর পরিস্থিতি উতরানোর কথা থাকলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও খারাপ করে দিচ্ছে। এরপর জলবায়ুর পরিবর্তন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এই সময়ে সিত্রাংয়ের তাণ্ডব দক্ষিণের ব্যাপক ক্ষতি করেছে। চরম অস্থির অবস্থা বিরাজ করছে সর্বত্রই। বাংলাদেশ সত্যিকার অর্থে কঠিন সময় পার করছে।’

সংকট উত্তরণের উপায় বাতলিয়ে বলেন, ‘আমাদের পুরোনো কৌশল বাদ দিয়ে নতুন করে ভাবতে হবে। আমরা উন্নয়ন বলতে শুধুই প্রবৃদ্ধি বুঝে আসছি। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। প্রবৃদ্ধি সত্যিকার উন্নয়নের মাপকাঠি নয়, তা এখন বুঝতে পারার কথা। বৈষম্য বাড়ছে। গরিব মানুষের সংখ্যা বাড়ছে। বেকার বাড়ছে। মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। যাদের সঞ্চয় নেই তারা রাস্তায় বসে যাচ্ছে। ঋণ করছে। মানসম্পন্ন জীবন গড়তে চ্যালেঞ্জ তো বাড়িয়ে দিয়েছে। সামষ্টিক অর্থনীতির সূচকগুলো কিছুটা ভালো ছিল। এখন সেটাও ভেঙে যাচ্ছে। মানুষের দুঃখ-কষ্ট বাড়ছে।’

নতুন কৌশল কী হতে পারে? জবাবে বলেন, ‘আপনাকে কথিত উন্নয়ন আর প্রবৃদ্ধি বাড়ানো এড়িয়ে চলতে হবে। সার্বিক উন্নয়নে আপনাকে মনোযোগ দিতে হবে। বিনিয়োগের নানা ধরন আছে। ঢাকায় ফ্লাইওভার করলে এখানে কারা সুবিধা পায় আর গ্রামের রাস্তার উন্নয়ন করলে কারা সুবিধা পায় এটি আপনাকে তুলনা করে ভাবতে হবে। ক্ষুদ্র, মাঝারি শিল্প, কৃষিশিল্পে সেই অর্থে বিনিয়োগ করেনি সরকার। এগুলো ব্যক্তিপর্যায়ে উন্নয়ন ঘটেছে। খাদ্যের ওপর যে চ্যালেঞ্জ, তা কৃষিই সামাল দিচ্ছে। রাষ্ট্রের যা করার, তা করেনি। এখানে জিডিপি কম হতে পারে, কিন্তু এখানে ৫০ শতাংশ মানুষ নির্ভর করে।’
এই বিভাগের আরও খবর
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, দেশে কমতে পারে দাম

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, দেশে কমতে পারে দাম

কালের কণ্ঠ
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু

বাংলা ট্রিবিউন
টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

টানা ৩ দিন ধরে কমছে সোনার দাম

দৈনিক ইত্তেফাক
বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭ টাকা

দৈনিক ইত্তেফাক
মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

মেট্রোরেলের টিকিটে ভ্যাট না বসানোর চেষ্টা চলছে

প্রথমআলো
বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল

বিডি প্রতিদিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়