রিমালের তাণ্ডবে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু

লিচু উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীতে এখন বোম্বাই লিচুর ভরা মৌসুম। কিন্তু লিচু বাজারে ওঠার ঠিক আগমুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সর্বনাশ হয়েছে চাষিদের। রিমালের তাণ্ডবে লিচু গাছের এক ডাল আরেক ডালে আঘাত লেগে অধিকাংশ লিচু ঝরে গেছে। এছাড়া লিচুর খোসায় আঘাত লেগে কালচে হয়ে গেছে। এখন পুরোপুরি পাকার পর এসব লিচু ফেটে যাচ্ছে।

এছাড়াও এবার প্রায় মাসজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে বেশিরভাগ লিচুর চামড়া পাতলা ও কালচে হয়েছিল। এবার হঠাৎ টানা দুই দিনের বৃষ্টিতে লিচুর ভেতরের মাশ বেড়ে তা ফেটে যাচ্ছে এবং গাছ থেকে ঝরে পড়ছে। লিচুর বাজারে গেলেই হাজার হাজার কেজি ফাটা ও ঝরে পড়া লিচুতে রিমালের ক্ষতচিহ্ন চোখে পড়ছে।

সোমবার (৩ জুন) ঈশ্বরদীর সর্ববৃহৎ লিচুর হাট জয়নগরের শিমুলতলায় গিয়ে দেখা যায়, চাষিরা হাজার হাজার লিচু বেচাকেনার জন্য ডালায় সাজিয়ে রেখেছেন। এসব লিচুর বেশিরভাগই কালচে ফাটা ও ঝরে পড়া। রিমালের আঘাতে বোটা নরম হয়ে যাওয়া লিচু গাছ থেকে ঝরে পড়ছে এবং ফেটে যাচ্ছে। এসব লিচু কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন হাজার হাজার কেজি ঝরে পড়া লিচু ডালাই ভরে চাষিরা বাজারে তুলছেন। প্রতি কেজি ঝরা লিচু ২০ থেকে ৩৫ টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে। অতীতে কোনোদিন এতো ঝরে পড়া লিচু বাজারে দেখা যায়নি।

শিমুলতলা লিচুর হাটে ঝরে পড়া ১০০ কেজি লিচু নিয়ে এসেছেন জয়নগর গ্রামের চাষি আনিসুল হক। তিনি জাগো নিউজকে বলেন, বাগানের ৪০টি গাছের লিচু সংগ্রহ করে পাইকারের কাছে বিক্রি করেছি। লিচু গাছ থেকে সংগ্রহের পর ১০০-১২০ কেজি ফাটা ও কালচে লিচু বের হয়েছে। এসব লিচু কেজি দরে বিক্রির জন্য বাজারে এনেছি। ভালো থাকলে এসব লিচু ২৫-৩০ হাজার টাকায় বিক্রি হতো। এখন সর্বোচ্চ ৫-৬ হাজার টাকায় বিক্রি হতে পারে।

উপজেলার মানিকনগর গ্রামের লিচুচাষি রমজান আলী বলেন, লিচুর গুটি আসার পর থেকেই প্রায় দেড় মাস একটানা তাপপ্রবাহ ছিল। সেসময় গাছের অধিকাংশ গুটি ঝরে পড়ে। এরপর লিচু পাকার শুরুতেই ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লিচুর ব্যাপক ক্ষতি হলো যা অপূরণীয়। শতকরা ৪০-৫০ ভাগ পাকা লিচু রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝরে পড়া লিচু কেজি দরে পানির দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া চামড়া পুড়ে যাওয়া ফাটা লিচু বাধ্য হয়ে ফেলে দিতে হচ্ছে।

লিচুচাষে স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল জাগো নিউজকে বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে এমনিতেই লিচুর ওপরের অংশ কিছুটা কালচে হয়ে গিয়েছিল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা দুইদিন বৃষ্টি হওয়ায় হঠাৎ লিচুরের ভেতরের মাশ বেড়ে গিয়ে তা ফেটে যাচ্ছে। ফলে বাগানের ৪০-৫০ ভাগ লিচু ফেটে গেছে এবং ঝড়ে লিচুর বোটা নরম হয়ে যাওয়ায় তা ঝরে পড়েছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার ঈশ্বরদীতে লিচু উৎপাদনে যে লক্ষ্যমাত্রা ছিল তা ব্যাহত হয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৩ হাজার ১শ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এবার ৫০০ থেকে ৫৫০ কোটি টাকার লিচু বেচাকেনার সম্ভাবনা রয়েছে। 
এই বিভাগের আরও খবর
এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রথমআলো
ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নয়া দিগন্ত
প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন
ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

বাংলা ট্রিবিউন
ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া