শুধু মাঠেই নয়। মাঠের বাইরেও এক প্রকার লড়াই চলে পিএসজি-রিয়াল মাদ্রিদের। দলের তারকা সমৃদ্ধ ভাণ্ডারই এর কারণ! বর্তমানে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও এক প্রকার টানাটানি চলছে। যে যুক্তিতে পিএসজি কোচ মওরিসিও পচেত্তিনোর কাছে মনে হচ্ছে, শেষ ষোলোতেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের উত্তাপ ছড়াতে পারে পিএসজি-রিয়াল মাদ্রিদ মহারণ।
মঙ্গলবার দিবাগত রাত ২টায় প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচ স্বাভাবিকভাবেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে। পিএসজির ভয়ঙ্কর ত্রিফলায় রয়েছেন মেসি, কিলিয়ান এমবাপ্পে। সঙ্গে আজ যোগ হতে পারেন নেইমারও। পাশাপাশি অনেক তারকা রয়েছেন যারা এক সময় রিয়াল মাদ্রিদে দাপিয়ে বেরিয়েছেন! যেমন- গোলকিপার কেইলর নাভাস, আশরাফ হাকিমি ও মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া। সব মিলে তাই পচেত্তিনোর অনুমান, ‘দুই দলে যে নামগুলো আছে। তাতে দুই দলের লড়াইটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রূপ নিতে পারে।’
অবশ্য ইউরোপীয় এই টুর্নামেন্টে রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের জন্য আলাদা সমীহও আছে পিএসজি কোচের, ‘আমরা রিয়াল মাদ্রিদকে শ্রদ্ধা করি। বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। যাদের ১৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাই বলে দেয় এটা শুধু খেলোয়াড় বা কোচের বিষয় নয়। ক্লাবটির শক্তি, অভ্যন্তরীণ কাঠামোই সব।’
তার পর তিনি যোগ করেছেন, ‘পিএসজিও ৫০ বছর ধরে এই শিরোপা জয়ের চেষ্টা করছে। আমরা এখন চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি দল হিসেবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করছি, যাতে ওই স্বপ্ন বাস্তবায়নের কাছে যেতে পারি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়