মুড়িমুড়কির মতো গোল করা ফরোয়ার্ড গোল পাচ্ছেন না টানা ৬ ম্যাচ ধরে। দলও ভুলে গেছে জিততে। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনার তীর। বলছি রোনালদোর কথা। অবশেষে গোল পেয়েছেন রোনালদো, আর তাতেই জয়ের পথে আবার ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ব্রাইটনের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা।
ওল্ড ট্র্যাফোর্ডে এদিন দারুণ এক গোল করলেন রোনালদো। ম্যানইউও জয় পেল দুই ম্যাচ পর। লিগে সর্বশেষ দুই ম্যাচেই ড্র করে স্যাঞ্চো-রাশফোর্ডরা। রোনালদোর গোলখরা নিয়ে সরব ইংলিশ মিডিয়া ধুয়ে দিচ্ছিল তাকে। সিআর সেভেন যে বুড়িয়ে গেছেন, এই রোনালদো ফার্গুসনের সেই ১৯ বছর আগের দুরন্ত রোনালদো নয় -এমন নানা বাক্যে চলছিল তার মুণ্ডুপাত। লিভারপুলের সাবেক তারকা জেমি ক্যারাঘার তো শপথ নিয়েছেন, রোজ রোনালদোকে নিয়ে কিছু না কিছু বলবেনই।
এমন সময়েই রোনালদো ফেরেন রুদ্রমূর্তি নিয়ে। কড়াকথা বরাবরই তাঁতিয়ে দেয় রোনালদোর গোলস্পৃহা। এদিন ওল্ড ট্রাফোর্ডে শুরুতে নিষ্প্রভ থাকলেও রোনালদো জ্বলে উঠলেন দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো জাদুতে এগিয়ে যায় ইউনাইটেড। স্কট ম্যাকটমিনের পাস ধরে একটু এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেন তিনি। এরপর দারুণ শটে গোল করেন পর্তুগিজ তারকা। আরেকটা গোলও পেতে পারতেন। কিন্তু ৭১ মিনিটের সময় ব্রাইটনের গোলরক্ষকের তুলে দেওয়া বল রোনালদো নিজে শুট না করে পাস বাড়িয়ে দেন স্বদেশি ব্রুনো ফের্নান্দেজের পায়ে। কিন্তু দুর্বল শটে গোল করতে ব্যর্থ হন তিনি।
এর আগে প্রথমার্ধের খেলার পঞ্চম মিনিটে রোনালদোর করা ব্যাক হিলে বল পেয়ে জালে জড়াতে পারেননি সাঞ্চো। প্রথমে বল ফেরান গোলরক্ষক, পরে ফিরতি শট তিনি নেন ক্রসবারের ওপর দিয়ে। ১৬ মিনিটের সময় গোল পেতে পারত ব্রাইটনও। আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচ অ্যালিস্টারের শট ফেরান ডেভিড ডি গিয়া।
৫১তম মিনিটে এসে ১০ জনের দলে পরিণত হয় ব্রাইটন। অ্যান্টোনিও এলেঙ্গাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুইস ডাঙ্ক। ভিএআরের সাহায্যে সরাসরি লাল কার্ড দেন রেফারি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়