রোনালদো–বেনজেমার সঙ্গে আল হিলালে নেইমারের প্রস্তাবিত বেতনের পার্থক্য কত

১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক নেইমারের। সান্তোসের সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে স্বস্তির নিশ্বাস ফেলে সাও পাওলোর নেইমার সান্তোস সিনিয়র ও নাদিনে দা সিলভার দরিদ্র পরিবার। সেই থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি নেইমার জুনিয়রের মা–বাবাকে।

দিনে দিনে আয় শুধু বেড়েছেই নেইমারের। সান্তোস থেকে বার্সেলোনা, সেখান থেকে পিএসজি। পায়ের জাদু দেখিয়ে নেইমার আয় করে চলেছেন দুহাত ভরে। এবার নেইমারকে ডাকছে সৌদি আরব। সেখানকার ক্লাব আল হিলাল রীতিমতো টাকার বস্তা নিয়ে অপেক্ষা করছে নেইমারের জন্য।

পাকা কথা প্রায় হয়েই গেছে। ব্যক্তিগত কিছু শর্ত মিলে গেলেই পিএসজি থেকে আল হিলালে নাম লেখাবেন নেইমার। সৌদি আরবের উদ্দেশে নেইমার উড়াল দেওয়ার আগে একবার দেখে নেওয়া যাক অর্থের দিক থেকে ব্রাজিলিয়ান তারকা কতটা ফুলেফেঁপে উঠবেন আল হিলালে গেলে।

নেইমারের আগে সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, ফিরমিনোরা। ফ্রান্সের সংবাদমাধ্যমের খবর বলছে, নেইমারের সঙ্গে আল হিলাল দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে। পিএসজিকে ট্রান্সফার ফি হিসেবে ৬ কোটি ৯১ লাখ পাউন্ড দেবে আল হিলাল। এই দুই বছরে বেতন বাবদ নেইমারকে কত টাকা দেওয়া হবে, আর রোনালদো–বেনজেমার তুলনায় সেটা কেমন, এটা নিয়ে এরই মধ্যে ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে আলোচনা।

আগে দেখে আসা যাক, পিএসজিতে নেইমার কত বেতন পেতেন। ফুটবলারদের ট্রান্সফার ফি আর বেতনের সঠিক অঙ্কটা খেলোয়াড় বা ক্লাব কখনো প্রকাশ্যে আনে না। তবে যে ক্লাব ফুটবলারটিকে বিক্রি করেছে আর যে ক্লাব কিনছে, তাদের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমে খবর ঠিকই ছাপা হয়।

সেই খবর অনুযায়ী, পিএসজিতে ৩১ বছর বয়সী নেইমার বছরে ৪ কোটি ৮৬ লাখ পাউন্ডের আশপাশে বেতন পান। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় নেইমার। এই লিগে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় তাঁরই পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের বার্ষিক বেতন ৬ কোটি ১৯ লাখ পাউন্ড।

চোটপ্রবণ নেইমারকে আল হিলাল বছরে ৮ কোটি ৬৪ লাখ পাউন্ড বেতন দিতে চেয়েছে বলে খবর দিয়েছে ইউরোপের সংবাদমাধ্যমগুলো। এই প্রস্তাবে নেইমার নাকি রাজিও হয়েছেন। পিএসজিতে ৬ মৌসুমে চোটের কারণে ১১৯টি ম্যাচ মিস করা নেইমারের জন্য এই বেতন কম নয় বলেই মনে করেন অনেকে।

তবে সৌদি আরবে রোনালদো আর বেনজেমা যে বেতন পাচ্ছেন, সেই তুলনায় নেইমারের বেতন অনেক কমই বলা চলে। এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে আল ইত্তিহাদে নাম লেখানো বেনজেমা বছরে ১৭ কোটি ২৭ লাখ পাউন্ড বেতন পাবেন বলে ধারণা করা হচ্ছে। 
এই বিভাগের আরও খবর
আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

কালের কণ্ঠ
৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

ভোরের কাগজ
রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

যুগান্তর
১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

মানবজমিন
ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

কালের কণ্ঠ
৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

জাগোনিউজ২৪
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়