মাছঘাট দখল নিয়ে লক্ষ্মীপুরে রায়পুরের মিয়ারহাট এলাকায় আওয়ামী লীগের দু-পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৭ম শ্রেণির শিক্ষার্থী রাসেল হোসেন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত রাসেল হোসেন এলকে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও দক্ষিণ চরংশী এলাকার মনির হোসেন ভুট্টু ব্যাপারীর ছেলে।
বুধবার সকালে দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের কর্মী নজরুল ইসলাম সমর্থকদের মধ্যে ওই এলাকায় এ সংঘর্ষ হয়। এঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুুল, রাকিব হোসেন, সুমন হোসেন ও মিনহাজুল ইসলামকে আটক করে পুলিশ। এঘটনার পর এলাকায় দু-পক্ষের উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার, মাছঘাট দখল ও ভাগবাটোয়ারা নিয়ে বুধবার সকালে মিয়ারহাটের রাহুল মাছঘাটে ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই বাবুল ব্যাপারীর সাথে আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুলের মাছঘাটের ম্যানেজার ফারুক ক্বারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দু-পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।
এসময় এলকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল হোসেন, রুহুল আমিন, বাবুল ব্যাপারী, ফারুক ক্বারী, মিনজাহুল ইসলাম ও রাকি হোসেনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় স্কুল শিক্ষার্থী রাসেল হোসেন। এছাড়া অপর আহতদের উদ্ধার করে রায়পুর ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুলসহ আটককৃতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়কের গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে এলাকাবাসী। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে মাছঘাট দখল, ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এসব নিয়ে দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লা জানান, শাহজালাল রাহুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য নজরুল ইসলামও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মাছঘাট দখল নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়