লাইপজিগকে উড়িয়ে শেষ আটে সিটি ‘হালান্দ শো’তে রেকর্ড বই লন্ডভন্ড

মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং ব্রট হালান্দ। জার্মান বুন্দেসলিগায় ‘গোলমেশিন’ নাম পাওয়া নরওয়েজিয়ান স্ট্রাইকার ইংলিশ লীগে এসে আরও বিধ্বংসী হয়ে ওঠেন। মৌসুমের শুরুতে প্রায় প্রত্যেক ম্যাচে হালান্দের একাধিক গোলে লন্ডভন্ড হচ্ছিল প্রতিপক্ষরা। তবে সাম্প্রতিককালে হালান্দের তেজ মিইয়ে যায় কিছুটা। গুঞ্জন শুরু হয়, তবে কি ফুরিয়ে গেছেন হালান্দ? আলোচনা-সমালোচনার অধ্যায়ের ইতি টেনে আরও একবার জ্বলে উঠলেন সিটির গোলমেশিন। চ্যাম্পিয়নস লীগের ম্যাচে ম্যান সিটির বড় জয়ে একাই করলেন ৫ গোল। বুধবার ইতিহাস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আরবি লাইপজিগকে ৭-০ গোলে হারায় স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে সিটি। আর অতিমানবীয় পারফরম্যান্সে রেকর্ডবুকে জায়গা করে নেন আর্লিং হালান্দ।

ঘরের মাঠে গোলোৎসবের শুরুটা করেন হালান্দই। ২২তম মিনিটে সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হালান্দ। চ্যাম্পিয়নস লীগে নরওয়েজিয়ান তারকার ২৫ ম্যাচে ৩০ নম্বর গোল এটি। প্রতিযোগিতাটিতে তার চেয়ে কম ম্যাচে এই মাইলস্টোন ছুঁতে পারেননি আর কেউ। আগের রেকর্ডটি ছিল সাবেক ডাচ ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়ের। চ্যাম্পিয়নস লীগে ৩৪ ম্যাচে ৩০ গোল করেছিলেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্দ। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে একাধিক হ্যাটট্রিক করলেন তিনি। হালান্দের প্রথম হ্যাটট্রিক ছিল তার চ্যাম্পিয়নস লীগ অভিষেক ম্যাচে, ২০১৯ সালে সালসবুর্গের হয়ে। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে দু’বার হ্যাটট্রিক করেছিলেন সাবেক ইতালিয়ান ফুটবলার মার্কো সিমোনে। ১৯৯৬ সালে এসি মিলানের হয়ে এবং ২০০০ সালে মোনাকোর জার্সিতে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

বিরতির পর ৪৯তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন সিটির জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান। ৫৩ ও ৫৭তম মিনিটে আরও দু’বার জালের দেখা পান হালান্দ। চলতি মৌসুমে সিটির হয়ে এখন পর্যন্ত ৩৯টি গোল করলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। যা এক মৌসুমের সিটির হয়ে সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল টমি জনসনের। ১৯২৮-২৯ মৌসুমে সিটির জার্সিতে ৩৮ গোল করেছিলেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া