ক্রিকেটারদের আন্দোলনের এক বছর আজ। ২০১৯ সালের ২১ অক্টোবর সাকিব আল হাসানের নেতৃত্বে ১১ দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল, ম্যাচ ফি, যাতায়াত, আবাসনসহ প্রথম শ্রেণির ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানো। সে দাবি আংশিক পূরণ হয়েছে। তবে প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন বাড়েনি। বরং কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বেড়েছে মোটা অংঙ্কে।
এক বছর আগে ১১ দফা দাবি (পরে আরও দুটি যোগ হয়) আদায়ের লক্ষ্যে ধর্মঘট ডেকেছিলেন দেশের ক্রিকেটাররা। সেদিন সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুর একাডেমি মাঠে প্রায় ৬০ জন ক্রিকেটারের উপস্থিতিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তিন দিন পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নয়টি দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলেন ক্রিকেটাররা। এক বছর পর্যালোচনা করে দেখা গেছে, ওই আন্দোলনের ফলে লাভ হয়েছে মূলত তারকা ক্রিকেটারদেরই। অথচ সেদিন আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তৃণমূল ক্রিকেটারদের স্বার্থ রক্ষার জন্য। কিন্তু তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। করোনার এই কঠিন সময়ে সাধারণ ক্রিকেটারদের অধিকাংশকেই টিকে থাকার সংগ্রাম করতে হচ্ছে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়