লিটন-মুমিনুল দৃঢ়তায় লিড নিল বাংলাদেশ

বে-ওভাল টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখাচ্ছেন টাইগার ব্যাটাররা। লিটন-মুমিনুলের দৃঢ়তায় ইতোমধ্যে লিড নিয়েছে বাংলাদেশ। 

দ্বিতীয় দিন দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্ত।  দুজনের ১০৪ রানের দারুণ এক জুটিতে ভর করে সমানে সমানে লড়াই চালিয়ে গেছেন টাইগাররা।

তৃতীয় দিনে কিউই পেসারদের ওপর দাপট দেখাচ্ছেন লিটন দাস ও অধিনায়ক মুমিনুল। 
ইতোমধ্যে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন দুজন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৪৭ রানের জুটি গড়ে এ মুহূর্তে ২২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

 এ রিপোর্ট লেখার সময় ১৫৭ বলে ৯ বাউন্ডারিতে লিটন অপরাজিত ৭৬ রানে। অপরপ্রান্তে ২৩৪ বলে১১ বাউন্ডারিতে মুমিনুল অপরাজিত ৮২ রানে। 

তৃতীয় দিনের চা বিরতির আগেই ৩০০ রান পার করে দেন সফরকারীরা। মুমিনুল ও লিটনের সৌজন্যে দ্বিতীয় সেশনে রান উঠেছে ২৬ ওভারে ৮৭।

প্রথম সেশনে ২৬ ওভারে আসে ২ উইকেট হারিয়ে ৪৫ রান। আগের দিন ৭০ রানে অপরাজিত মাহমুদুল হাসান জয় মাত্র ৮ রান যোগ করেই বিদায় নেন।  এরপর নতুন বলে ট্রেন্ট বোল্ট বোল্ড করে দেন মুশফিকুর রহিমকে। 

৫৩ বলে ১২ রানের ইনিংস সমাপ্ত হয় তার।

এর পর ব্যাট হাতে নেমে শুরুতে ছন্দহীন ছিলেন মুমিনুল। ৮ রানে জীবন পান। ৯ রানে ক্যাচ দেন। কিন্তু নো বল হওয়ায় বেঁচে গিয়ে মুমিনুল সেশনটি শেষ করেছিলেন কোনোরকমে। 

গোটা সেশনে ৭২ বলে মাত্র ৯ রান করেন। কিন্তু দ্বিতীয় সেশনে উইকেটে থিতু হয়ে দুর্দান্ত খেলছেন বাংলাদেশ অধিনায়ক।  অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস।

শুরুতে খেই হারিয়ে ফেলা মুমিনুলের প্রথম ১০০ বলে বাউন্ডারি ছিল মাত্র ১টি। পরের ৩৮ বলের মধ্যে বাউন্ডারি হাঁকান ৭টি!

১৪৭ বলে হাফসেঞ্চুরিতে পা রাখেন বাংলাদেশ অধিনায়ক, তার ক্যারিয়ারে যা সবচেয়ে ধীরগতির ফিফটি।

অন্যদিকে লিটনের ব্যাটিং ছিল একেবারেই উল্টো পথে।  ওয়ানডে মেজাজে খেলে প্রথম ৪৫ বলে করেন ৪১ রান। সেখান থেকে ফিফটিতে পৌঁছান আরও ৪৮ বল খেলে!
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া