টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে রেকর্ড গড়ে লিগ কাপের চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবার লিগ কাপ জয়ের রেকর্ড স্পর্শ করলেন পেপ গার্দিওলার শিষ্যরা।
রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে পেপ গার্দিওলার দল। ৮২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তে।
প্রায় ৪০ বছর আগে ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।
পাশাপাশি টুর্নামেন্টে রেকর্ড আটবারের শিরোপাধারীও তারা। টটেনহ্যামের বিপক্ষে জিতে লিভারপুলের এই দুটি রেকর্ডেই ভাগ বসিয়েছে ম্যানসিটি।
বৈশ্বিক মহামারির উচ্চ সংক্রমণের মধ্যেও আট হাজার দর্শক ছিল গতকালের ম্যাচে।
ম্যাচে বলদখলের লড়াই ও আধিপত্য বিস্তারসহ সব দিক দিয়েই এগিয়েছিল ম্যানসিটি। এমনকি গোল পেতে সেভাবে আক্রমণেও যেতে পারেনি টটেনহ্যাম।
গোলের উদ্দেশ্যে ম্যানসিটির পোস্ট বরাবর শট নিয়েছে মাত্র দুটি। যার কোনোটিতে সাফল্য আসেনি। অন্যদিকে একের পর এক আক্রমণে স্পার্সদের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রেখেছিল ম্যানসিটি। যদিও কাজের কাজ হচ্ছিল না।
প্রথমার্ধের গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় গোলের দেখা মিলছি না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়